For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোটবন্দির পরই বিদেশে 'হেজ ফান্ড' খুলে টাকা পাচার ডোভাল পুত্রের! অভিযোগ কংগ্রেসের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছের লোক বলে পরিচিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকেই এবার নিশানা করল কংগ্রেস। অভিযোগ, ডোভালের পুত্র ব্যবসা করার নামে টাকা নয়ছয় করেছেন।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছের লোক বলে পরিচিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকেই এবার নিশানা করল কংগ্রেস। অভিযোগ, ডোভালের পুত্র ব্যবসা করার নামে টাকা নয়ছয় করেছেন। আর তা হয়েছে নোট বাতিলের ঘটনার কয়েকদিন পরই।

নোটবন্দির পরই বিদেশে হেজ ফান্ড খুলেছেন ডোভাল পুত্র

কংগ্রেস এক পত্রিকার দাবিকে সামনে রেখে জানিয়েছে, ক্যারিবিয়ান এলাকায় কেম্যান দ্বীপপুঞ্জে একটি হেজ ফান্ড রয়েছে অজিত ডোভালের পুত্র বিবেকের। নোটবন্দির ১৩ দিন পরে এটি তৈরি হয় বলে অভিযোগ।

ডোভালের দুই পুত্র বিবেক ও শৌর্য দুজনেই এই ব্যবসা ও হেজ ফান্ডের সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে। এই কেম্যান দ্বীপপুঞ্জে কোনও কর্পোরেট কর দিতে হয় না। ফলে অনেক সংস্থা এখানে ব্যবসা খুলে বেআইনি টাকার নয়ছয় করে কর ফাঁকি দেয় বলে অভিযোগ। ডোভালের পুত্রদ্বয়ের বিরুদ্ধেও সেরকমই অভিযোগ কংগ্রেস করেছে।

কংগ্রেস ডোভালকে নিশানা করে জানিয়েছে, ডোভাল দ্বিচারিতা করছেন। একসময়ে এই ধরনের ঘটনার বিরুদ্ধে তিনি অভিযান করেছেন। আর এখন তাঁর পুত্ররাই এমন ফান্ডে টাকা রেখেছে।

এই বিষয়ে অজিত ডোভালের দুই পুত্র, তিনি নিজে, এমনকী বিজেপির তরফ থেকেও কিছু জানানো হয়নি।

English summary
Days After demonetisation, Ajit Doval's don started Cayman Islands Hedge Fund, alleges Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X