বিরোধী বৈঠক নিয়ে দিল্লিতে জোর তৎপরতা, কটাক্ষ বিজেপির! কারা থাকছেন, কারা নয়, জেনে নিন
পাঁচ রাজ্যে ভোটের ফলের আগের দিন দিল্লিতে জোর তৎপরতা। বিজেপি বিরোধী দলগুলি মিলিত হচ্ছেন সেখানে। লক্ষ্য ২০১৯-এর সাধারণ নির্বাচনের লক্ষে জোট গড়ে তোলা।

উদ্যোক্তা চন্দ্রবাবু নাইডু
বিজেপি বিরোধী জোট গড়ে তোলার লক্ষে অনেক নেতাকেই দিল্লিতে দেখা যেতে পারে। দেখা যেতে পারে বিক্ষুব্ধ বিজেপি নেতাদেরও। তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু এই বৈঠকের প্রধান উদ্যোক্তা। তিনি নিজে প্রত্যেক বিজেপি বিরোধী দলের কাছে আমন্ত্রণ জানিয়েছেন। উদ্দেশ্য বিজেপি বিরোধী ফ্রন্টের রূপ দেওয়া।

বিজেপির কটাক্ষ
শুক্রবারের বৈঠক নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। দলের জাতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় বিরোধীদের প্রচেষ্টাকে হাস্যকর বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বিরোধীদের উচিত নরেন্দ্র মোদী উৎখাতের চেষ্টার আদে তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা।

দিনটিও তাৎপর্যপূর্ণ
বৈঠকের দিনটিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফলের আগের দিন। তাছাড়াও সংসদের শীতকালীন অধিবেশন শুরু আগের দিন।

রাহুল-সনিয়ার উপস্থিতির সম্ভাবনা
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধী এই বৈঠকে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে।

বৈঠকে থাকতে পারেন বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী
শুধু বিরোধীদলের নেতারাই নন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বৈঠকে যোগ দিতে দিল্লিতে পৌঁছে গিয়েছেন। এছাড়াও কেরল, পঞ্জাব পণ্ডীচেরীর মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে থাকতে পারেন বলে জানা গিয়েছে। আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রীও এই বৈঠকে যোগ দিতে পারেন।

সম্ভাব্য যাঁদের দেখা যেতে পারে
বিভিন্ন দলের যেসব নেতাকে দেখা যেতে পারে, তাঁরা হলেন, এনসিপি নেতা শারদ পাওয়ার, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি,
সিপিআই নেতা এস সুধাকর রেড্ডি, ডিএমকে নেতা এমকে স্ট্যালিন, আরজেডি নেতা তেজস্বী যাদব, লোকতান্ত্রিক জনতাদলের শারদ যাদব। দেখা যেতে পারে এসপি নেতা অখিলেশ যাদবকেও।

যাঁরা নাও থাকতে পারেন
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে এই বৈঠকে সম্ভবত দেখা যাবে না। এছাড়াও দেখা যাবে না বিএসপি প্রধান মায়াবতীকে। তবে তাঁর কাছে লোক সতীশ মিশ্রকে বৈঠকে দেখা যেতে পারে।
(প্রতীকী চিত্র সৌজন্য: পিটিআই)