For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"আগামী লোকসভা নির্বাচনের আগেই দেশে ফেরানো হবে দাউদ ইব্রাহিমকে" সামনে এল বিস্ফোরক অভিযোগ

রাজের দাবি, দেশের ফেরার চেষ্টা চালাচ্ছে দাউদ ইব্রাহিম। এদিকে বিজেপি সরকারও চাইছে দাউদকে দেশে ফিরিয়ে কৃতিত্বের ভাগীদার হতে।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন। রাজের দাবি, দেশের ফেরার চেষ্টা চালাচ্ছে দাউদ ইব্রাহিম। এদিকে বিজেপি সরকারও চাইছে দাউদকে দেশে ফিরিয়ে কৃতিত্বের ভাগীদার হতে। সেজন্য দাউদ-কেন্দ্র আলোচনাও চলছে বলে তিনি দাবি করেছেন।

[আরও পড়ুন:দাউদ ইব্রাহিম রয়েছে পাকিস্তানেই, সামনে এল সবচেয়ে বড় প্রমাণ ][আরও পড়ুন:দাউদ ইব্রাহিম রয়েছে পাকিস্তানেই, সামনে এল সবচেয়ে বড় প্রমাণ ]

মুম্বই বিস্ফোরণের মূল চক্রী দাউদ ইব্রাহিম এখন শারীরিকভাবে অক্ষম হয়ে গিয়েছে। তাই দেশে ফিরতে চায়। সেজন্য কেন্দ্রের সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে নিজের ফেসবুক পেজ উদ্বোধনে এসে বলেছেন এমএনএস প্রধান রাজ ঠাকরে।

এখানেই না থেমে রাজের অভিযোগ, আগামী লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্র দাউদকে দেশে ফিরিয়ে কৃতিত্বের ভাগীদার শুধু হবে না। পাশাপাশি লোকসভা নির্বাচনের বৈতরণী পার করার চেষ্টা করবে।

গোটা ঘটনাকে রাজনৈতিক কৌশল বলে ব্যাখ্যা করে রাজের যুক্তি, এখন কেউ তাঁর কথা আমল না করলেও পরে এটা সকলেই বুঝতে পারবেন। দাউদ ইস্যুতে কেন্দ্র বাজি মারার চেষ্টা করছে বলেই দাবি করেছেন রাজ ঠাকরে।

অন্যদিকে মুম্বইয়ে পুলিশের জালে ধরা পড়া দাউদের ভাই ইকবাল কাসকর পুলিশকে জানিয়েছেন, ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিম বিজেপির সরকার ক্ষমতায় আসার পরে মোট চারবার পাকিস্তানে বাড়ি পাল্টেছে।

English summary
Dawood in talks with Centre for India return, a political move by BJP, alleges Raj Thackeray
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X