For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাউদ ইব্রাহিম রয়েছে পাকিস্তানেই, সামনে এল সবচেয়ে বড় প্রমাণ

ইকবালকে জেরা করাতে সে কবুল করেছে, পাকিস্তানেই রয়েছে দাউদ

  • |
Google Oneindia Bengali News

দিন দুয়েক আগে মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধী দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকরকে। মুম্বই পুলিশের এক্সটার্নাল সেল বাড়ি থেকে তোলাবাজির অভিযোগে ইকবালকে গ্রেফতার করেছে।

[আরও পড়ুন:[আরও পড়ুন:"আগামী লোকসভা নির্বাচনের আগেই দেশে ফেরানো হবে দাউদ ইব্রাহিমকে" সামনে এল বিস্ফোরক অভিযোগ ]

দাউদ ইব্রাহিম রয়েছে পাকিস্তানেই, সামনে এল সবচেয়ে বড় প্রমাণ

এই ইকবালকে তার অপরাধ জগত নিয়ে নানা প্রশ্ন যেমন গোয়েন্দারা করছেন তেমনই দাউদ সম্পর্কেও খুঁটিনাটি জানার চেষ্টার কোনও কসুর করছেন না। ইকবালকে জেরা করাতে সে কবুল করেছে, পাকিস্তানেই রয়েছে দাউদ। পাশাপাশি এটাও জানিয়েছে যে ২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পরে অন্তত চারবার পাকিস্তানে নিজের আস্তানা পাল্টেছে দাউদ।

তোলাবাজির যে অভিযোগে ইকবালকে গ্রেফতার করা হয়েছে সেখানে নাম জড়িয়েছে দাউদেরও। ইকবাল জানিয়েছে, ফোনে তার পরিবারের সঙ্গে দাউদ কথা বলে না। পূর্ব ও পশ্চিম আফ্রিকায় দাউদের ব্যবসা ছড়িয়ে রয়েছে। পাশাপাশি লাতিন আমেরিকাতেও দাউদের মাদকের ব্যবসা রয়েছে। পাশাপাশি ইকবাল এটাও পুলিশকে জানিয়েছে যে, মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে দাউদের নিরাপত্তা বহুগুণ বেড়ে গিয়েছে।

প্রসঙ্গত এর আগে ভারত বহুবার দাউদের পাকিস্তানের একাধিক বাড়ির ঠিকানা প্রকাশ করেছে। পাকিস্তান তা স্বীকার করেনি। কিছুদিন আগে ব্রিটেনও দাউদের পাকিস্তানের তিনটি ঠিকানা সামনে আনে। দাউদ ইব্রাহিমের ঠিকানাগুলি হল- হাউস নম্বর ৩৭, ৩০ নম্বর স্ট্রিট, ডিফেন্স হাউজিং অথোরিটি, করাচি, নুরাবাদ, করাচি ও হোয়াইট হাউস, করাচি ক্লিফটনে সৌদি মসজিদের সামনে। এছাড়া চতুর্থ আর একটি ঠিকানা রেকর্ডসে ছিল যা হল - হাউস নম্বর ২৯, মারগাল্লা রোড, এফ ৬/২ স্ট্রিট নম্বর ২২, করাচি, পাকিস্তান।

English summary
Dawood is in Pakistan, changed location 4 times since Modi govt came to power, says brother Iqbal Kaskar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X