For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাউদকে যে কোনও শর্তে খুব শীঘ্রই দেশে ফেরাবে ভারত, হুঙ্কার রাজনাথের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৪ মে : খুব তাড়াতাড়ি মুম্বই বিস্ফোরণের মূল অভিযুক্ত তথা ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধী দাউদ ইব্রাহিমকে পাকড়াও করে দেশে ফেরত আনা হবে। এজন্য যাবতীয় করণীয় কাজ করছে ভারত। ইটিভি সংবাদমাধ্যমে নেওয়া এক সাক্ষাৎকারে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। [শয্যাশায়ী! মারণ রোগের সঙ্গে জীবনযুদ্ধ চলছে দাউদ ইব্রাহিমের!]

তবে কবে মুম্বই বিস্ফোরণের মূল অভিযুক্তকে দেশে আনা সম্ভব হবে সেবিষয়ে কোনও নির্দিষ্ট দিনক্ষণের উল্লেখ করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু বলেছেন, দাউদ আন্তর্জাতিক অপরাধী। ওকে যেকোনও শর্তে দেশে ফেরত আনা হবে। এব্যাপারে আন্তর্জাতিক নানা সংগঠনের সাহায্য বিশেষ প্রয়োজন বলে মনে করিয়েছেন রাজনাথ। [পাকিস্তানের করাচিতেই বহালে দাউদ, জেনে নিন ঠিকানাও]

দাউদকে যে কোনও শর্তে খুব শীঘ্রই দেশে ফেরাবে ভারত : রাজনাথ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা, দাউদকে ফেরত পেতে প্রয়োজনীয় সমস্ত তথ্য পাকিস্তান সরকারের কাছে জমা দিয়েছে ভারত। পাক সরকার যাতে দাউদকে ফেরত দেয় সেব্যাপারে কেন্দ্র সরকার সচেষ্ট বলে তিনি দাবি করেছেন। [১৯৯৩ মুম্বই বিস্ফোরণের পর আত্মসমর্পণ করতে চেয়েছিল দাউদ ইব্রাহিম!]

সম্প্রতি আইএসের একটি ভিডিও সামনে এসেছে যেখানে ভারতীয় জেহাদি যুবকেরা এদেশে মুসলিমদের উপরে অত্যাচারের ও বাবরি মসজিদ ধ্বংসের বদলা নেওয়ার কথা বলেছে। [দাউদের সঙ্গে জড়িত মুম্বই পুলিশের বহু অফিসার]

এই বিষয়ে রাজনাথ সিং জানান, আইএসআইএস নিয়ে ভারতের আশঙ্কার কোনও কারণ নেই। কারণ ভারতের মুসলমান সমাজও আইএসের মতো জঙ্গি সংগঠনের বিরোধী।

English summary
Dawood Ibrahim will be nabbed soon: Rajnath Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X