For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাউদের বিশ্বস্ত সঙ্গীকে দেশে ফেরত আনল ভারত, এবার কি 'ডন'-এর পালা

১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিমের বিশ্বস্ত সঙ্গীকে দুবাই থেকে গ্রেফতার করে মুম্বই ফিরিয়ে আনল ভারত।

  • |
Google Oneindia Bengali News

১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিমের বিশ্বস্ত সঙ্গীকে দুবাই থেকে গ্রেফতার করে মুম্বই ফিরিয়ে আনল ভারত। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ফারুক টাকলা। এদিন সকালে তাকে মুম্বই উড়িয়ে আনা হয়েছে। টাডা আদালতে তাকে পেশ করা হবে।

দাউদের বিশ্বস্ত সঙ্গীকে দেশে ফেরত আনল ভারত

মুম্বই হামলার পরপরই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল ফারুক। ১৯৯৫ সালে তার বিরুদ্ধে রেড কর্ণার নোটিশও জারি হয়। ইন্টারপোল থেকেও টাকলার বিরুদ্ধে নোটিশ জারি হয়েছিল।

অভিযুক্ত টাকলার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, খুন, অস্ত্র নিয়ে হামলা সহ একাধিক ধারায় মামলা রয়েছে। সিবিআই টাকলাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে।

গতবছরে দাউদের ভাই ইকবাল কাসকরকে মুম্বইয়ে জোর করে টাকা আদায়ের মামলায় গ্রেফতার করা হয়। তারও আগে দাউদের আর এক সঙ্গী ছোটা রাজনকে ইন্দোনেশিয়া থেকে গ্রেফতার করে দেশে ফেরানো হয়।

প্রসঙ্গত, দাউদ ইব্রাহিম নাকি দেশে ফিরতে চেয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কাছে একাধিক প্রস্তাব দিয়েছে। তার সেই শর্তের কোনওটাই মানেনি কেন্দ্র। এমন খবরই সামনে এসেছে। জানা গিয়েছে, দাউদ অসুস্থ। এবং জীবনের শেষদিন ভারতে কাটাতে চায়। যদিও কোনও শর্ত মেনে ভারত সরকার দাউদকে দেশে ফেরাতে চায় না।

English summary
1993 Mumbai serial blasts accused Dawood Ibrahim aide Farooq Takla deported from Dubai to Mumbai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X