For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'শর্ত'-এ ভারতে ফিরতে চান দাউদ ইব্রাহিম! কী বলছে মোদী সরকার

ভারতে ফিরে আসতে চান অর্থাৎ আত্মসমর্পণ করতে চান দাউদ ইব্রাহিম। এমনটাই জানিয়েছেন, মুম্বইয়ের বিশিষ্ট ক্রিমিনাল আইনজীবী শ্যাম কেসওয়ানি।

  • |
Google Oneindia Bengali News

ভারতে ফিরে আসতে চান অর্থাৎ আত্মসমর্পণ করতে চান দাউদ ইব্রাহিম। এমনটাই জানিয়েছেন, মুম্বইয়ের বিশিষ্ট ক্রিমিনাল আইনজীবী শ্যাম কেসওয়ানি। কিন্তু তার কিছু পূর্বশর্ত থাকায় বিষয়টি ভারত সরকারের কাছে গ্রহণযোগ্য নয়।

'শর্ত'-এ ভারতে ফিরতে চান দাউদ ইব্রাহিম! কী বলছে মোদী সরকার

বিশিষ্ট আইনজীবী শ্যাম কেসওয়ানির দাবি, দাউদের দেওয়া পূর্বশর্তের মধ্যে রয়েছে, তাকে শুধুমাত্র মুম্বইয়ের আর্থার রোড সেন্ট্রাল জেলে কড়া নিরাপত্তার মধ্যে রাখার বন্দোবস্ত করতে হবে। শ্যাম কেসওয়ানির অন্য এক পরিচয়ও রয়েছে। তিনি দাউদের ভাই ইকবাল ইব্রাহিম কাসকরের আইনজীবী। তিনি জানিয়েছেন, এর আগেও দাউদ দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন বিশিষ্ট আইনজীবী রাম জেঠমালানির মাধ্যমে। তখনও তার পূর্ব শর্তের কথা মানেনি তৎকালীন কেন্দ্রীয় সরকার। দাউদের দেশে ফেরার ইচ্ছার কথা মাস ছয়েক আগেই জানিয়েছিলেন মহারাষ্ট্র নবনির্মান সেনার প্রধান রাজ থ্যাকারে। সেই সময় রাজ থ্যাকারে অভিযোগ করেছিলেন, মোদী সরকারের সঙ্গে কথা বলে দেশে ফেরার বন্দোবস্ত করছে দাউদ। এমএনএস প্রধান এও জানিয়েছিলেন, দাউদ গুরুতর অসুস্থ। ভারতেই সে তার শেষ শ্বাস নিতে চায়।

যদিও আইনজীবী কেসওয়ানির দাবি মানতে নারাজ সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম। বিষয়টিকে দাউদের পুরনো স্টাইল বলে বর্ণনা করেছেন তিনি।

মুম্বইয়ের আর্থার রোড সেন্ট্রাল জেলে চার বছর ছিল ২০০৮-এর মুম্বই জঙ্গি হামলায় অভিযুক্ত আজমল কাসাভ।

English summary
Lawyer Shyam Keswani said, among the conditions Dawood has stipulated are that he should be lodged only in the high security Arthur Road Central Jail in Mumbai.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X