For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক গোলা কেড়েছে বাবার প্রাণ! বদলা নিতে সেনায় যোগ দেওয়ার অঙ্গীকার শহিদ বিএসএফ কন্যার

  • |
Google Oneindia Bengali News

জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে গত সপ্তাহেই পাক গোলায় শহিদ হয়েছে বাবা। এবার মৃত বাবাকেই শেষ শ্রদ্ধা জানাতেই সেনাতে যোগ দেওয়ার অঙ্গীকার করল মেয়ে। শুনতে আশ্চর্য লাগলেও বাবার শেষকৃত্যে দাঁড়িয়ে এই প্রতিজ্ঞাই করতে দেখা গেল পাক সেনা সংঘর্ষে নিহত বিএসএফের সাব ইনস্পেক্টর রাকেশ ডোভালের ১০ বছরের মেয়ে দ্বৈতাকে।

বাবার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সেনায় যোগ দেওয়ার অঙ্গীকার বিএসএফ কন্যার

প্রসঙ্গত উল্লেখ্য, ১৩ নভেম্বর বিনা প্ররোচনায় কাশ্মীরের বিভিন্ন সেক্টরে ব্যাপক গোলাবর্ষণ করে পাকিস্তানি সেনা। যাতে মারা যান হরধনচন্দ্র রায়, সতাই ভূষণ রামেশরাও, সুবোধ ঘোষের মতো সেনা জওয়ানেরা। ওই হামলাতেই প্রাণ যায় বিএসএফের সাব ইনস্পেক্টর রাকেশ ডোভালেরও। শীতের আগে জঙ্গি অনুপ্রবেশে সাহায্য করতেই ভারতীয় সেনাকে ব্যস্ত রাখতে গত কয়েক সপ্তাহ ধরেই কাশ্মীরের একাধিক সেক্টরে একাধিকবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলা বর্ষণ করে পাকিস্তান।

এদিকে ঘরের ছেলের মৃত্যুর খবর পাওয়ার পরেই শোকে বিহ্বল হয়ে পড়ে রাকেশ ডোভালের আত্মীয় পরিজন, পাড়া-প্রতিবেশীরা। এমনকী এই তালিকায় শদিহ জওয়ান সুবোধ ঘোষের সূত্রে উঠে আসে বাংলা যোগও। অন্যদিকে দীর্ঘ অপেক্ষার পর সোমবার সকাল ৭টা নাগাদ রাকেশ ডোভালের মৃতদেহ তার ঋষিকেশের বাড়িতে পৌঁছায়। প্রায় হাজার খানেক মানুষের উপস্থিতিতেই এদিন বিকালেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বাবার মুখাগ্নি করার সময়েই জয় হিন্দ ধ্বনি তুলে সোচ্চারে নিজের সকল্পের কথা জানাতে দেখা শহিদ বিএসএফ কন্যাকে।

English summary
Dad died at the hands of Pakistan! The daughter of Shahid BSF has promised to join the army to take revenge
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X