বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনার দায়িত্ব মেয়ে-জামাই-পুত্রবধূরও, আসছে নতুন আইন
এবার আর শুধু ছেলে নয়, বিবাহিত মেয়ে-জামাই, পুত্রপুধূরও সমান দায়িত্বও রয়েছে। বিয়ের পরেই বৃদ্ধ মা-বাবার উপর দায়িত্ব শেষ হয়ে যায় না মেয়ের। জামাইকেও মেয়ের সঙ্গে বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির দেখাশোনার দায়িত্ব ভাগ করে নিতে হবে। ঠিক তেমনই পুত্রবধূর উপরেও বর্তাবে শ্বশুর-শাশুড়ির দেখাশোনার দায়িত্ব। এমনই আইন আনতে চলেছে সরকার।

বুধবারই মন্ত্রিসভার বৈঠকে প্রবীণ নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত আইনের সংশোধনী পেশের অনুমোদন মিলেছে। বিলে বলা হয়েছে প্রবীণ নাগরিকদের অভিযোগ শোনা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া জন্য প্রতিটি থানায় একজন করে নোডাল অফিসার থাকবেন। চালু করতে হবে হেল্পলাইন নম্বর।
২০০৭ সালে আইনে বয়স্কদের ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু এই টাকায় শহরাঞ্চলের প্রবীণদের পক্ষে দিন যাপন করা সম্ভব নয়। ওই টাকায় গ্রামাঞ্চলে প্রবীণরা থাকতে পারেন। সন্তানদের সেই টাকা দিতে বলা হলে তাঁরা সেই টাকা বৃদ্ধ মা-বাবাকে দিতে বাধ্য থাকবেন। সেটা না হলে সন্তানদের জেল হতে পারে এমন সংশোধনী বিলে আনা হয়েছে।