For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের ধনীতম ৩ রাজ্য কোনগুলি! 'প্রত্যক্ষ কর'-এর তথ্যেই সব সত্যি প্রকাশ্যে

২০১৯ সালের স্বাধীনতা দিবসের বক্তৃতায় নরেন্দ্র মোদী লাল কেল্লা থেকে ঘোষণা করেন যে ভারতীয় অর্থনীতিকে তিনি ৫ ট্রিলিয়নের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে চান।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সালের স্বাধীনতা দিবসের বক্তৃতায় নরেন্দ্র মোদী লাল কেল্লা থেকে ঘোষণা করেন যে ভারতীয় অর্থনীতিকে তিনি ৫ ট্রিলিয়নের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে চান। এরপরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ দাবি করেন যে তিনি নিজের রাজ্যকে ১ ট্রিলিয়নের অর্থনীতিতে দেখতে চান। আর এই সমস্ত দাবি দাওয়ার মধ্যেই উঠে আসছে দেশের সবচেয়ে ধনী ৩ রাজ্যের নাম। যা প্রত্যক্ষ করদাতাদের তালিকা থেকেই উঠে এসেছে।

প্রথম ৩ এ কারা?

প্রথম ৩ এ কারা?

প্রত্যক্ষ করের তথ্য থেকে দেখা গিয়েছে, দেশের আয়ের ৬১ শতাংশ দিয়ে থাকে মহারাষ্ট্র, দিল্লি, ও কর্ণাটক। এই তিন রাজ্য থেকে ধন সম্পত্তির নিরিখে সবচেয়ে বেশি আয় হয় ভারতের। ফলে ভারতের ৩ ধনী রাজ্যের মধ্যে পড়ে যাচ্ছে এই সমস্ত এলাকা।

 চতুর্থ ও পঞ্চমে কারা?

চতুর্থ ও পঞ্চমে কারা?

তিনটি রাজ্য মিলিয়ে দেশের মোট লভ্যাংশের ৬১ শতাংশ যেমন আসছে, তেমনই এর সঙ্গে তামিলনাড়ু ও গুজরাত যোগ করলে আয়েরর পরিমণ ৭২ শতাংশ হয় বলে খবর। ফলে ধনী রাজ্যের তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে গুজরাত ও তামিলনাড়ু।

বেশি লভ্যাংশ মানেই চাকরির সুযোগ বেশি!

বেশি লভ্যাংশ মানেই চাকরির সুযোগ বেশি!

এক রিপোর্ট অনুযায়ী, যে সমস্ত রাজ্য থেকে করের বেশি আয় যাচ্ছে সেই সমস্ত রাজ্যে চাকরির সুযোগ বেশি। কারণ, প্রত্য়ক্ষ কর ব্যবসায়িক সংস্থা ও ব্যক্তিগতস্তরে দেওয়া হয়। ফলে প্রথম তিনে থাকা রাজ্যগুলিতে কর্মসংস্থানের সুযোগ বেশি বলে জানা যাচ্ছে।

পশ্চিমবঙ্গের অবস্থা কেমন?

পশ্চিমবঙ্গের অবস্থা কেমন?

রিপোর্টে প্রকাশিত গত ৬ বছরের হিসাব বলছে, দেশের কর থেকে আদায়কৃত আয়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে গিয়েছে মাত্র ৪ শতাংশ । প্রসঙ্গত, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গ জনসংখ্যার বিচারে চতুর্থ স্থানে রয়েছে ভারতে। সেক্ষেত্রে যোগীরাজ্য উত্তরপ্রদেশ থেকে আসে মাাত্র ৩.১২ শতাংশ আয়।

ধনী রাজ্য হিসাবে উত্তরকে পিছনে ফেলেছে দক্ষিণ ভারত

ধনী রাজ্য হিসাবে উত্তরকে পিছনে ফেলেছে দক্ষিণ ভারত

যদি এলাকার হিসাবে দেখা যায় , তাহলে দেখা যাবে ভারতের দক্ষিণাংশ পিছনে ফেলেছে উত্তর ভারতকে। সেক্ষ্তের শুধুমাত্র
অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলাঙ্গানা, কেরল থেকেই কর দ্বারা আয়ের পরিমাণ দাঁড়ায় ২৩ শতাংশ। যেখানে উত্তর ভারতের হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ , দিল্লি থেকে প্রত্যক্ষ কর দ্বারা আয়ের পরিমাণ ২১.৩০ শতাংশ।

English summary
Data of Indian direct tax data show wealth concentrated in 3 states.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X