For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল সাংসদের বাড়িতে চুরি, প্রশ্নের মুখে নিরাপত্তা

দিল্লিতে সাংসদ শতাব্দী রায়ের সরকারি বাংলোয় দুঃসাহসিক চুরি। রবিবার রাতে এই চুরির ঘটনা ঘটে। সূত্রের খবর অনুযায়ী খোয়া গিয়েছে লাখখানেক টাকা নগদ এবং মোবাইল ফোন।

  • |
Google Oneindia Bengali News

দিল্লিতে সাংসদ শতাব্দী রায়ের সরকারি বাংলোয় দুঃসাহসিক চুরি। রবিবার রাতে এই চুরির ঘটনা ঘটে। সূত্রের খবর অনুযায়ী খোয়া গিয়েছে লাখখানেক টাকা নগদ এবং মোবাইল ফোন। পাশেই রয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাংলো। স্বভাবতই সাংসদের বাংলোয় চুরির ঘটনায় প্রশ্নের মুখে রাজধানীর নিরাপত্তা।

তৃণমূল সাংসদের বাড়িতে চুরি, প্রশ্নের মুখে নিরাপত্তা

দিল্লির পাণ্ডারা পার্কে একের পর সাংসদের বাংলো। এমনই একটি বাংলোয় থাকেন সাংসদ শতাব্দী রায়। পাশের বাংলোয় থাকেন কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। এরকমই এক হাই সিকিওরিটি জোনে রবিবার গভীর রাতে হানা দেয় চোর। কেয়ারটেকারের অনুপস্থিতিরও সুযোগ নেয় চোরেরা। জানলার কাঁচ ভেঙে ঘরে ঢুকে পাঁচটি আমমারি তছনচ করে চোরের দল।

সোমবার সকালে সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি হয়ে জম্মু যান শতাব্দী রায়। বিমানবন্দরেই চুরির ঘটনা জানতে পারেন। চুরি ঘটনায় ক্ষোফভ প্রকাশও করেন তিনি। কিন্তু হাতে সময় না থাকায় বাংলোয় যেতে পারেননি তিনি। তবে জানলার কাঁচ ভেঙে চুরির ঘটনায় তিনি যে আতঙ্কিত তা পরিষ্কার জানিয়েছেন শতাব্দী। সংসদীয় কমিটির বৈঠক সেরে ৫ মে দিল্লিতে ফিরবেন তিনি। এরপরেই পুলিশের সঙ্গে কথা বলবেন শতাব্দী।

এদিকে এই চুরির ঘটনার তদন্তে ঘটনাস্থলে গিয়েছিলেন দিল্লি পুলিশের ডিসিপি। ঘটনাস্থল থেকে হাতের ছাপ-সহ অন্য যাবতীয় প্রমাণও সংগ্রহ করেছেন তদন্তকারীরা।

English summary
Daredevil steal in Delhi residence of Parliamentarian Shatabdi Roy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X