For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগাম বর্জ্রপাতের আভাস দেবে দামিনী অ্যাপ, কৃষকদের ব্যবহার করার নির্দেশ যোগী সরকারের

আগাম বর্জ্রপাতের আভাস দেবে দামিনী অ্যাপ, কৃষকদের ব্যবহার করার নির্দেশ যোগী সরকারের

Google Oneindia Bengali News

কিছুদিন আগেই উত্তরপ্রদেশে বর্জ্রপাতে মৃত্যু হয়েছিল বেশ কিছুজনের। এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে রাজ্যের যোগী সরকার। যোগী আদিত্যনাথের সরকার কৃষকদের জন্য উপদেষ্টা জারি করে জানিয়েছে যে কৃষকরা যেন তাঁদের মোবাইল ফোনে '‌দামিনী’‌ অ্যাপটি ডাউনলোড করে নেন।

বর্জ্রপাতের সম্ভাবনা জানতে দামিনী অ্যাপ

বর্জ্রপাতের সম্ভাবনা জানতে দামিনী অ্যাপ

অ্যাপটি বায়ুমণ্ডলের পরিস্থিতি মূল্যায়ন করার পরে বর্জ্রপাতের সম্ভাবনা সম্পর্কে ব্যবহারকারীকে সচেতন করার জন্য তৈরি করা হয়েছে। প্রসঙ্গত, বর্জ্রপাতে প্রায় একশোজনের মৃত্যু হয়েছে বিহার ও উত্তরপ্রদেশে।

কীভাবে কাজ করে এই অ্যাপ

কীভাবে কাজ করে এই অ্যাপ

এ বিষয়ে অ্যাপ প্রস্তুতকারক এস ডি পওয়ার বলেন, ‘‌বর্জ্রপাতের পাঁচ মিনিট আগে এই অ্যাপ ব্যবহারকীকে সজাগ করে দেবে। এই অ্যাপে এও জানা যাবে কতদূরে বর্জ্রপাত হবে এবং তা কোন সময়। এমনকী যদি বর্জ্রপাতের সম্ভাবনা নাও থাকে শুধু বৃষ্টি হয়, তবে অ্যাপটি তাও জানান দিয়ে দেবে ব্যবহারকারীদের।'‌ আখ ও চিনি শিল্পের প্রধান সম্পাদক সঞ্জয় ভুসরেড্ডি জানান যে মানুষকে সরিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার বিষয়টি মাথায় রেখে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘‌কৃষকদের এই বর্জ্রপাত নিয়েই ঝুঁকি রয়েছে। রাজ্যে ৪৬ লক্ষ আখ চাষি রয়েছেন এবং এই অ্যাপটি তাঁদের জানিয়ে দেবে যে কখন তাঁরা অসুরক্ষিত এবং কীভাবে নিজেদেরকে বাঁচাবেন।'‌

২০১৮ সালে সূচনা দামিনী অ্যাপের

২০১৮ সালে সূচনা দামিনী অ্যাপের

২০১৮ সালের নভেম্বরে মহারাষ্ট্রের পুনেতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজির পক্ষ থেকে এই অ্যাপটি চালু করা হয়। এটা এখন কেন্দ্র সরকারের ভূ বিজ্ঞান মন্ত্রকও সমর্থন করছে। এটি ১ লক্ষ বার ডাউনলোড হয়েছে এবং বুধবার পর্যন্ত এটি ভারতের ষষ্ঠ শীর্ষ আবহাওয়া অ্যাপ। ঠিক কোথায় বাজ পড়বে, ওই অ্যাপ সেটা নির্দিষ্ট করে বলতে পারবে না। যেখানে সেন্সর রয়েছে, তার ২০-৪০ কিলোমিটারের মধ্যে বজ্রগর্ভ মেঘ এবং তার মধ্যে বিদ্যুৎ সঞ্চার হচ্ছে কি না, সেটাই বলবে অ্যাপের সেন্সর।

আখচাষিদের পরামর্শ

আখচাষিদের পরামর্শ

ভুসরেড্ডি বলেন, ‘‌আখচাষিদের পরামর্শ দেওয়া হয়েছে খোলা মাঠে ও গাছের নীচে যাতে তারা আশ্রয় না নেন এবং মাটিতে যেন তাঁরা সেই সময় শুয়েও না থাকেন। বজ্রপাতের সময় যদি কোনও খোলা জায়গায় কেউ আটকে যায়, তাদের কানের উপর হাত রেখে নীচের দিকে বাঁকানো উচিত এবং নিশ্চিত হওয়া উচিত যে তাদের পায়ের গোড়ালি একে অপরকে স্পর্শ করছে।'‌

বন্যায় বিধ্বস্ত মহারাষ্ট্র , ১০ ফুট জলের তলায় কোলাপুর, ক্ষতিগ্রস্ত ২ লক্ষেরও বেশিবন্যায় বিধ্বস্ত মহারাষ্ট্র , ১০ ফুট জলের তলায় কোলাপুর, ক্ষতিগ্রস্ত ২ লক্ষেরও বেশি

English summary
damini app will give a hint of lightning in advance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X