For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফতোয়া অমান্য! মোদীর রাজ্যে দলিত যুবকের হত্যা ঘিরে চাঞ্চল্য

মোদীর রাজ্যে দলিত যুবককে হত্যার অভিযোগ। ঘোড়ায় চড়ার জেরে উচ্চবর্ণের বেশ কয়েকজন বছর একুশের ওই দলিত যুবকের ওপর হামলা চালায়। গুজরাতের ভাবনগরের এই ঘটনার জের গড়িয়েছে দেশের রাজনৈতিক মহলেও।

  • |
Google Oneindia Bengali News

মোদীর রাজ্যে দলিত যুবককে হত্যার অভিযোগ। ঘোড়ায় চড়ার জেরে উচ্চবর্ণের বেশ কয়েকজন বছর একুশের ওই দলিত যুবকের ওপর হামলা চালায় বলে জানা গিয়েছে। গুজরাতের ভাবনগরের এই ঘটনার জের গড়িয়েছে দেশের রাজনৈতিক মহলে।

ফতোয়া অমান্য! মোদীর রাজ্যে দলিত যুবকের হত্যা ঘিরে চাঞ্চল্য

দলিত যুবক প্রদীপ রাঠোর ঘোড়ায় পড়েছিলেন। এরজন্য তাঁকে ও পরিবারকে হুমকির মুখে পড়তে হয়েছিল। ঘটনাটি ঘটে ঘোড়ায় চড়ে ফার্ম থেকে বাড়িতে যাওয়ার পথে।

ঘটনায় যুক্ত থাকার অভিযোগে, উমরালা পুলিশ এখনও পর্যন্ত তিজনকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবার প্রদীপের দেহ সৎকারে রাজি না হওয়ায় চাপে পড়ে পুলিশ এই তিনজনকে গ্রেফতার করেছে। এছাড়াও মানবাধিকার কমিশনের তরফেও পুলিশের ওপর চাপ তৈরি করা হয়।

পরিবারের তরফে পুলিশের কাছে করা অভিযোগে বলা হয়েছে, প্রদীপের জন্য ত্রিশ হাজার টাকায় ঘোড়া কিনে দেওয়ার পর থেকেই এলাকার নাতুবা ডারবার এবং তার বন্ধুরা পরিবারকে হুমকি দিতে থাকে। ঘোড়া কিনে দেওয়ার জন্য বাবার কাছে বায়না করেছিল প্রদীপ।

ভাবনগরের উমরালা থানা সূত্রে জানা গিয়েছে, ঘটনায় তিমবি গ্রামের নাতুভা ডারবার এবং আরও দুজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রদীপের বাবা কালুভাই রাঠোর বলেছেন, চারমাস আগে ছেলের জন্য ঘোড়াটি কিনেছিলেন তিনি। এই খুনের সপ্তাহ খানের আগে হুমকির ঘটনার কথাও স্মরণ করেছেন তিনি।

তিমবি গ্রামে পাঁচ হাজার মানুষের বাস। বেশিরভাগই ডারবার অর্থাৎ ক্ষত্রিয়। একই সঙ্গে গ্রামটিতে ৪০টির মতো দলিত পরিবারও রয়েছে।

English summary
Dalit youth is allegedly hacked to death by upper caste men for riding horse in Bhavnagar district of Gujarat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X