For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশের নির্বাচনে এবার মায়াবতী বনাম রাখি সাওয়ন্ত?

উত্তরপ্রদেশের দলিত সম্প্রদায় বহুজন সমাজ পার্টির দ্বারা প্রতারিত হয়েছে। তাই রামদাস আঠাওয়ালে জানান, মায়াবতীর বিরুদ্ধে অভিনেত্রী রাখি সাওয়ান্তকে দাঁড় করাবে আরপিআই।

Google Oneindia Bengali News

এলাহবাদ, ১৪ নভেম্বর : আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়তে চলেছে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া তথা আরপিআই। কেন্দ্রীয় মন্ত্রী তথা আরপিআই দলের প্রধান রামদাস আঠাওয়ালে রবিবার বলেন, বহুজন সমাজ পার্টি প্রধান মায়াবতীর বিরুদ্ধে অভিনেত্রী রাখি সাওয়ান্তকে দাঁড় করাবে আরপিআই।

এদিন সাংবাদিকদের আঠাওয়ালে বলেন, " বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা, মায়াবতী অনেকদিন ধরেই নির্বাচনে লড়াই থেকে দূরে সরে রয়েছেন। কিন্তু এবার যদি তিনি নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত হন তাহলে আমাদের দলের মহিলা শাখার সভাপতি অভিনেত্রী রাখি সাওয়ান্ত তাঁর বিরুদ্ধে লড়বেন।"

উত্তরপ্রদেশের নির্বাচনে এবার মায়াবতী বনাম রাখি সাওয়ন্ত?

আঠাওয়ালে আরও বলেন, "বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-এর জোটসঙ্গী হিসাবে এই বার নির্বাচনে লড়াইয়ে নামবে আরপিআই। তবে, এই জোট বাস্তবায়িত না হলেও আরপিআই নির্বাচনে লড়বে। ২০০টির বেশি আসনে প্রার্থীও দেব আমরা।"

কিন্তু এই নির্বাচনে কেন লড়াইয়ে নামছে আরপিআই। তার উত্তর দিতে গিয়ে আঠাওয়ালে বলেন, "উত্তরপ্রদেশের দলিত সম্প্রদায় বহুজন সমাজ পার্টির দ্বারা প্রতারিত হয়েছে। তাই তারা বিকল্প খুঁজতে। সেই কারণেই আরপিআই পথে নামতে চাইছে।"

English summary
If Mayawati contests, will field Rakhi Sawant against her: Ramdas Athawale
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X