For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজে দলিত হয়ে সিংহভাগ আসনে 'ব্রাহ্মণ প্রার্থী' দাঁড় করাচ্ছেন মায়াবতী

উত্তরপ্রদেশ সহ গো-বলয়ে জাতপাতের রাজনীতি অনেক বড় বিষয়। ভোটের সময় তা নিয়ে অনেক চর্চা হয়। সব রাজনৈতিক দলই জাতপাত নিয়ে গো-বলয়ে রাজনীতি করে। মায়াবতী আর বাদ থাকেন কেন!

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশ সহ গো-বলয়ে জাতপাতের রাজনীতি অনেক বড় বিষয়। ভোটের সময় তা নিয়ে অনেক চর্চা হয়। সব রাজনৈতিক দলই জাতপাত নিয়ে গো-বলয়ে রাজনীতি করে। মায়াবতী আর বাদ থাকেন কেন! উত্তরপ্রদেশের ভোটে জাত নিয়ে রাজনীতি করতে আসরে নেমে পড়েছেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী।

সিংহভাগ আসনে ব্রাহ্মণ প্রার্থী দাঁড় করাচ্ছেন মায়াবতী

নিজে দলিত হয়ে, তাঁদের হয়ে রাজনীতি করে জনপ্রিয় হওয়া মায়াবতী এবারের লোকসভা নির্বাচনে জিততে ভরসা করছেন উচ্চবর্ণের প্রার্থীদের ওপরে। আর তাই সিংহভাগ আসনে ব্রাহ্মণদের প্রার্থী করছেন।

যত কেন্দ্রে আসন ঘোষণা হয়েছে, তার সিংহভাগই ব্রাহ্মণ প্রার্থীদের দেওয়া হয়েছে। কেন মায়াবতী এমনটা করলেন তা নিয়ে দুটি মত রয়েছে। প্রথমত এর ফলে বিজেপির ভোটব্যাঙ্কে ধস নামানো যাবে। দ্বিতীয়ত সেই ভোট যাতে কংগ্রেসের দিকে না ঘুরে তাঁর ভাগ্যে জোটে তার চেষ্টা করতেই মায়াবতী উঠেপড়ে লেগেছেন।

উত্তরপ্রদেশে ৩৮টি আসনে মায়াবতীর দল প্রার্থী দিয়েছে। ২০০৭ সালে যেভাবে দলিত-ব্রাহ্মণ সমঝোতা করে বিএসপি রাজ্যে ভোটারদের প্রভাবিত করতে পেরে ক্ষমতায় আসে, এবারও এক দশক আগের সেই ফর্মুলা দিয়ে বাজিমাত করতে চাইছেন তিনি।

বসপা মনে করছে, দলিত ও মুসলমানদের পাশাপাশি সমাজবাদী পার্টির সঙ্গে জোটের কল্যাণে অন্য অনগ্রসর জাতির ভোটও দল পাবে। ফলে ব্রাহ্মণদের কাছে টেনে নিতে পারলে বিজেপি ও কংগ্রেস বেশ চাপে পড়ে যাবে।

সম্প্রতি মায়াবতী দলীয় সভা করে দলীয় কর্মীদের কয়েকটি ভাগে ভাগ করে দিয়েছেন। সেই কর্মীরাই এবার সারা উত্তরপ্রদেশ দাপিয়ে বিরোধীদের কড়া চ্যালেঞ্জ দিতে নেমে পড়বেন।

English summary
Dalit leader Mayawati gives maximum seats to Brahmins in Lok Sabha polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X