For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Daily News Update: প্য়ারালিম্পিকে দ্বিতীয় রূপো ভারতের, বিস্ফোরণ কাবুলে, দিনভরের নিউজ আপডেট বাংলা ওয়ানইন্ডিয়ায়

কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে কোথায় কী ঘটছে, তার সমস্ত আপডেট পেয়ে যান বেঙ্গলি ওয়ানইন্ডিয়ায়। দেখে নিন দিনের প্রত্যেকটি বড় ও ছোট খবরের আপডেট।

Google Oneindia Bengali News

কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে সবসময় ঘটে যাচ্ছে নিত্যনতুন ঘটনা। রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সমীকরণ। অন্যদিকে নানা খেলার আপডেট জানতে মুখিয়ে আছেন ক্রীড়াপ্রেমীরা। তাই সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ানইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

ফের বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

ফের বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

আশঙ্কার কথা আগেই শুনিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাই়ডেন। এবার তা সত্যি করেই আগের জোড়া বিস্ফোরণের চারদিনের মাথায় ফের বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। যদিও এখনও পর্যন্ত মোট কতজন মারা গিয়েছেন সেই বিষয়ে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। এদিকে টলো নিউজের উপস্থাপক মুসলিম শিরজাদ এক টুইট বার্তায় বিস্ফোরণের কথা প্রথম জানান বলে জানা যাচ্ছে।

প্যারালিম্পিক গেমসে ভারতের দ্বিতীয় রুপো

প্যারালিম্পিক গেমসে ভারতের দ্বিতীয় রুপো

টোকিও প্যারালিম্পিক গেমসে ভারতকে দ্বিতীয় রুপো জেতালেন নিশাদ কুমার। পুরুষদের হাই জাম্পে। তিনি নিজের সেরা উচ্চতা ২.০৬ মিটার লাফিয়ে রুপো জয় করলেন। এর আগে, আজ সকালে মহিলাদের টিটিতে ভারতকে এবারের প্যারালিম্পিকে প্রথম পদকটি এনে দেন ভাবিনাবেন প্যাটেল। জাতীয় ক্রীড়া দিবসকে স্মরণীয় করে রেখে বিকেলে রুপো জয় নিশাদ কুমারের।

পিএসজি জার্সিতে আবির্ভাব ঘটছে মেসির

পিএসজি জার্সিতে আবির্ভাব ঘটছে মেসির

অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে। নতুন ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইন বা পিএসজি-র জার্সিতে প্রথমবারের জন্য মাঠে নামতে চলেছেন লিওনেল মেসি। আজ রাতের লিগ ওয়ানের গুরুত্বপূর্ণ ম্যাচে রেইমসের বিরুদ্ধে ফরাসি ক্লাবের জার্সিতে মেসি, নেইমার ও এমবাপেকে একসঙ্গে মাঠ কাঁপাতে দেখা যাবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য কয়েকদিন আগেই পিএসজি কোচ মাউরিসিও পোচেত্তিনো এ সংক্রান্ত এক আপডেট দিয়েছিলেন। অবশেষে সেটাই সত্যি হতে চলায় রোমাঞ্চিত বিশ্বের ফুটবল প্রেমীরা।

তৃণমূলে যোগ দিলেন শিখা মিত্র

তৃণমূলে যোগ দিলেন শিখা মিত্র

সমস্ত জল্পনা অবসান। ছয়বছর পর তৃণমূলে ফিরলেন প্রয়াত প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের (somen mitra) স্ত্রী শিখা মিত্র(sikha mitra)। তৃণমূলে যোগ দেওয়ার পরেই তাঁকে বড় দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। এদিন শিখা মিত্রের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন সাংসদ মালা রায়।

১৬ বছর আগের স্মৃতি উসকে ধেয়ে আসছে হারিকেন

১৬ বছর আগের স্মৃতি উসকে ধেয়ে আসছে হারিকেন

আবারও এক সামুদ্রিক ঘূর্ণিঝড় ধেয়ে আসছে উপকূল অভিমুখে। ১৬ বছর আগে হারিকেন আছড়ে পড়ার স্মৃতি এখনও টাটকা। এবার সই স্মৃতি উসকে প্রবল বেগে ধেয়ে আসছে 'হারিকেন ইদা'। আবহবিদরা আশঙ্কা করছে ১৬ বছর আগের মতোই ক্ষতির মুখে পড়তে চলেছে আমেরিকায় গালফ উপকূল। সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

উত্তরপ্রদেশ সফরে রাষ্ট্রপতি

উত্তরপ্রদেশ সফরে রাষ্ট্রপতি

চারদিনের সফরে উত্তরপ্রদেশ গিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। যদিও তাঁর সফর ঘিরে শুরু থেকেই মাথাচাড়া দিয়েছে একাধিক বিতর্ক।এদিকে শুরু থেকেই রাষ্ট্রপতির সফরের মধ্যেই সবথেকে উল্লেখযোগ্য কর্মসূচি হিসাবে তাঁর অযোধ্যা যাত্রার কথা শোনা যাচ্ছিল। ভারতের ইতিহাসে রাষ্ট্রপতির এই ধরনের ট্রেন যাত্রা কার্থ বেনজির বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। অবশেষে রবিবার ট্রেনে করে লখনউ থেকে অযোধ্যা যাত্রা করলতে দেখা গেল কোবিন্দকে।

ইতিহাস ভাবিনার, পঞ্চমুখ মোদী

ইতিহাস ভাবিনার, পঞ্চমুখ মোদী

টোকিও প্যারালিম্পিকের ফাইনাল হেরে গেলে দেশকে রুপো দেওয়া ভাবিনা প্যাটেলের কীর্তিতে গর্বিত ভারত। প্রতিযোগিতার উক্ত ইভেন্ট থেকে ভারতকে প্রথম পদক দেওয়া প্যারা অ্যাথলিটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দেশের রথী-মহারথীরা। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাবিনাকে অনুপ্রেরণা বলে সম্বোধন করেছেন দেশের প্রশাসনিক প্রধান। অন্যদিকে ভাবিনার আগমনের অপেক্ষায় বসে তাঁর প্র্রিয়জনরা।

মন কি বাত মোদীর

মন কি বাত মোদীর

মন কি বাতে ক্রীড়াক্ষেত্রে আরও উন্নতির দিশা দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ হল যুব সমাজ। তাই খেলাধূলার উন্নতিতে জোর দিতে হবে। তিনিস্বচ্ছ ভারত অভিযানে গতি বাড়ানোর কথা বললেন এদিন। বলেন বিদেশেও মন কি বাতের আলোচনা হচ্ছে। স্টার্ট আপের সংখ্যা বাড়ছে।

করোনা আপডেট একনজরে

করোনা আপডেট একনজরে

দেশে সুস্থতার হার ৯৭.৫৩ শতাংশ , এমনই তথ্য রয়েছে এদিন পেশ করা দেশের করোনা পরিসংখ্যান নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে। এদিকে, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪৫,০৮৩ জন। দেশে অ্যাক্টিভ কেস লোড রয়েছে, ৩,৬৮৫৫৮ জনের। করোনার জেরে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৬০ জনের এদিনের কোভিড কেস লোডের রিপোর্টে এমনই তথ্য় দেওয়া হয়েছে। এদিকে, সামনেই উৎসবের মরশুম। তার আগে যেভাবে ৪০ হাজারের উপর প্রায় গত ৩ থেকে ৪ দিনের আক্রান্তের সংখ্যা রয়েছে ,তাতে রীতিমতো উদ্বেগে দেশবাসী।

প্যারা অলিম্পিকে রূপো ভাবিনার

প্যারা অলিম্পিকে রূপো ভাবিনার

জাতীয় ক্রীড়া দিবসে টোকিও প্যারালিম্পিকের ফাইনাল হেরে গেলেন ভারতের ভাবিনাবেন হাসমুখভাই প্যাটেল। মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর ইভেন্টের ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা তথা পাঁচটি প্যারালিম্পিক সোনাজয়ী চিনের ইং ঝউয়ের কাছে তাঁকে স্ট্রেট সেটের হার হজম করতে হয়েছে। ম্যাচের ফলাফল ৭-১১, ৫-১১, ৬-১১। ম্যাচ হারলেও ভাবিনার লড়াইয়ের প্রশংসায় পঞ্চমুথ দেশের ক্রীড়া মহল। ফাইনাল হারলেও রুপো জিতলেন ভারতীয় প্যারা অ্যাথলিট। প্যারালিম্পিকের টেবিল টেনিস ইভেন্ট থেকে দেশকে প্রথম সোনা দিয়ে ইতিহাস রচনা করলেন ভাবিনা।

তালিবানকে যোগ্য জবাব দেবে আমেরিকা

তালিবানকে যোগ্য জবাব দেবে আমেরিকা

তিনি বলেছিলেন 'খুঁজে বের করে' যোগ্য জবাব দেবে আমেরিকা। কয়েকদিন আগেই কাবুল বিমানবন্দরের সামনে বিস্ফোরণের ঘটনায় মার্কিন সেনাদের মৃত্যুর পর একথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর শুরু হয় মার্কিনি সংহার রূপ। গতকালই পেন্টাগন জানিয়েছেন আইএস জঙ্গি গোষ্ঠীর দুই হাইপ্রোফাইল নিশানাকে তারা নিকেশ করে দিয়েছে। এরপরই আমেরিকার তরফ থেকে এ সতর্কবার্তা। তাতে বলা হচ্ছে, ফের একবার কাবুল বিমানবন্দরকে নিশানা করে নয়া হামলা হতে পারে।

আবহাওয়ার খবর একনজরে

আবহাওয়ার খবর একনজরে

রবিবাসরীয় উত্তরবঙ্গের ঘুম এদিন মেঘলা আকাশ আর বৃষ্টি দিয়েই শুরু হবে বলে গতকালই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। গত কয়েকদিনে দার্জিলিং এর পাহাড়ের সবুজ যখন প্রবল বর্ষণে ভিজে শহরের ঘুম ভাঙাচ্ছে, তখন শহর কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি পিচগলা রাস্তায় খানিকটা স্বস্তি ফিরিয়ে আনছে। এদিকে, দেশের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিক সতর্কতা জারি করে দিয়েছে আইএমডি। একনজরে দেখে নেওয়া যাক, দেশ থেকে রাজ্যের আবহাওয়ার বিভিন্ন খবর।

মন কি বাতে জন্মাষ্টমী

মন কি বাতে জন্মাষ্টমী

মন কি বাতের ৭৮ এবং ৭৯ পর্বে দেশের টিকাকরণ এবং কার্গিল যুদ্ধের নায়কদের কথা তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী মোদী৷ ২৯ অগাস্ট, ৮০ তম 'মন কি বাত' অনুষ্ঠানে প্যারা অলিম্পিয়ান এবং শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী।

পেট্রোল ও ডিজেলের দাম কোথায় কত

পেট্রোল ও ডিজেলের দাম কোথায় কত

পেট্রোল ও ডিজেলের অগ্নিমূল্য দাম। পেট্রোলের প্রতি লিটার দাম আগেই সেঞ্চুরি করেছে আর ডিজেলও কোথাও কোথাও সেঞ্চুরির দোরগোড়ায়। এর মধ্যে স্বস্তির খবর টানা পাঁচদিন পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ পেট্রোলের দাম না কমলেও বাড়েনি পাঁচদিন। সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখে স্বস্তি দিয়েছে সাধারণকে।

গ্রেফতার কোহলি

গ্রেফতার কোহলি

গত বছর বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই ক্রমাগত মাদক মামলা নিয়ে জলঘোলা হচ্ছে গোটা মুম্বই ও বলিউড ইন্ডাস্ট্রিতে। বলিউডের বহু তারকার নামই এই বিষয়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে। শনিবার অভিনেতা ও বিগ বসের প্রাক্তন প্রতিযোগী অরমান কোহলির বাড়িতে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অভিযান চালায়। এরপরই তাঁকে আটক করে এনসিবি এবং প্রায় ১২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর অবশেষে অরমান কোহলিকে গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে নিষিদ্ধ মাদক দ্রব্য।

কৌন বনেগা ক্রোড়পতিতে সৌরভ

কৌন বনেগা ক্রোড়পতিতে সৌরভ

কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানের বাংলা সংস্করণ যখন একটি বেসরকারি বাংলা চ্যানেলে সম্প্রচারিত হয়েছিল তখন তাঁর সঞ্চালক হিসেবে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে সেই শোয়ের চেয়েও মহারাজকে রিয়ালিটি শোয়ের সঞ্চালক হিসেবে বিপুল জনপ্রিয়তা দিয়েছে দাদাগিরি। কয়েক মাসের মধ্যেই ফের পর্দায় আসছে সেই অনুষ্ঠান। শুরু হয়ে গিয়েছে অডিশন। তবে তুমুল ব্যস্ততার মধ্যেও সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের মুখোমুখি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও বীরেন্দ্র শেহওয়াগ।

রাজ্যে করোনায় নতুন করে ৬৫০ জন আক্রান্ত, ৬ জনের মৃত্যু

রাজ্যে করোনায় নতুন করে ৬৫০ জন আক্রান্ত, ৬ জনের মৃত্যু

রবিবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। একইসঙ্গে এদিন মৃত্যু সংখ্যাও কমেছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৫০ জন। সুস্থতার হার একই রয়েছে, ৯৮.২২%। এদিন সুস্থ হয়েছেন ৬৮৮ জন।

বাংলাপক্ষের বাইক মিছিল

বাংলাপক্ষের বাইক মিছিল

বাংলা পক্ষ হুগলি জেলার উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো এক ঐতিহাসিক বাইক মিছিল। বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ করে গোটা হুগলি জেলা তথা বাংলার বাঙালির জনমত তৈরির উদ্দেশ্যে। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে প্রায় চল্লিশ কিলোমিটার অতিক্রম করে উত্তরপাড়া গৌরী সিনেমা সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয় বাইক মিছিল।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Daily News Update in Bengali on 29 August 2021: India, West Bengal and Kolkata's news update.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X