For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Daily News Update: পৃথক রাজ্যের দাবিতে মন্ত্রীর পাশে দিলীপ, তালিবানদের সঙ্গে হাত মেলালেন প্রেসিডেন্টের ভাই

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

পৃথক রাজ্যের দাবিতে মন্ত্রীর পাশে দিলীপ

পৃথক রাজ্যের দাবিতে মন্ত্রীর পাশে দিলীপ

পৃথক রাজ্যের দাবিতে মন্ত্রী জন বার্লার পাশে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। একদিকে তিনি যেমন বলেছেন, উত্তরবঙ্গে পৃথ রাজ্যের দাবি অন্যায় নয়, অন্যদিকে পৃথক জঙ্গলমহলের দাবিকেও সমর্থন করেছেন তিনি। শনিবার জলপাইগুড়িতে নিজের মত জানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, যদি জঙ্গলমহল এবং উত্তরবঙ্গ আলাদা হতে চায় তাহলে সব দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

তালিবানদের সঙ্গে হাত মেলালেন পতালক প্রেসিডেন্টের ভাই

তালিবানদের সঙ্গে হাত মেলালেন পতালক প্রেসিডেন্টের ভাই

তালিবানদের সঙ্গে হাত মেলালেন পতালক প্রেসিডেন্ট গনির ভাই। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে এক ব্যক্তিকে। যিনি কিনা একেবারে চুল-দাড়ি কেটে তালিবানদের সঙ্গে হাত মেলাচ্ছেন। তাঁর পরিচয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুরু হয় জোর চর্চা। তবে এখন জানা যাচ্ছে ওই ব্যক্তি আসলে আশরফ গনি'র ভাই। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, হাসমত গনি আহমেদজাই তালিবানি নেতা খলিল উর রহমান এবং মুফতি মহাম্মদ জাকিরের উপস্থিতিতে তালিবানদের সঙ্গে হাত মিলিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় তালিবানদের সমর্থনে পোস্ট, অসম থেকে গ্রেফতার ১৪

সোশ্যাল মিডিয়ায় তালিবানদের সমর্থনে পোস্ট, অসম থেকে গ্রেফতার ১৪

তালিবানদের সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্টের জেরে অসম থেকে গ্রেফতার ১৪ জন। বিভিন্ন আইনে এদের গ্রেফতার করা হয়েছে। সাধারণ মানুষকে পুলিশের তরফ থেকে এব্যাপারে সতর্ক করা হয়েছে। দারাং, কাছার, হাইলাকান্ডি, গোয়ালপাড়া, বরপেটা, করিমগঞ্জ থেকে এদের গ্রেফতার করা হয়েছে।

ছোট ছোট দলে আনা হচ্ছে ভারতীয়দের

ছোট ছোট দলে আনা হচ্ছে ভারতীয়দের

আফগানিস্তান থেকে ভারতীয়দের উদ্ধারে নতুন পরিকল্পনা। ছোট ছোট দলে সেখান থেকে ভারতীয়দের আনা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, এদিন বিমানবন্দরের অন্য একটি গেট দিয়ে প্রায় ১০০ জনকে নিয়ে ঢোকানো হয়। এদিন এঁদের সবাইকে দেশে ফেরানো যাবে বলে আশা করা হচ্ছে।

কাবুল বিমানবন্দরে আটক বহু ভারতীয়

কাবুল বিমানবন্দরে আটক বহু ভারতীয়

কাবুল বিমানবন্দরে দেড়শো জনের বেশি মানুষকে আটকে রাখা হয়েছে। এবং তার মধ্যে বেশিরভাগই ভারতীয় নাগরিক। এমনটাই অভিযোগ উঠেছে তালিবানদের বিরুদ্ধে।যদিও এই ঘটনাকে সরাসরি অস্বীকার করেছে তালিবান মুখপাত্র আহমাদুল্লাহ ওয়াজ। তার কথায়, এমন কোনও ঘটনা ঘটেনি। যদিও সূত্রের খবর কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে দেড়শো জনের বেশি মানুষকে অবৈধভাবে আটক রাখা হয়েছে।

গাুজরাটে ভূমিকম্প

গাুজরাটে ভূমিকম্প

গুজরাতের কচ্ছে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। দুপুর ১২.০৮-এ কচ্ছের ২৩ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে এই ভূমিকম্রটি হয়। ২০০১ সালে এই এলাকায় প্রবল ভূমিকম্প হয়েছিল।

৬ দিনে টিকা দেওয়ার নিয়মে ৩ বার বদল

৬ দিনে টিকা দেওয়ার নিয়মে ৩ বার বদল

কলকাতা পুরসভায় টিকা দেওয়ার নিময়ে ছয় দিনে তিনবার বদলের অভিযোগ উঠেছে। যার জেরে বহু মানুষ বিপাকে। বহু দূর থেকে এসে বহু মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এদিন সকালে হাজরা রোডের ৭৩ নম্বর ওয়ার্ডের আরবান প্রাইমারি হেলথ সেন্টারের সামনে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। ১৪, ১৭ ও ১৯ অগাস্ট তিনদিনে তিনবার টিকাকরণের নিয়ম তিনবার পরিবর্তনের জেরেই বিশৃঙ্খলা বলে অভিযোগ।

উদ্ধার বিজেপি কর্মীর দেহ

উদ্ধার বিজেপি কর্মীর দেহ

রাতভর নিখোঁজ থাকার পরে উদ্ধার দ্ধার বিজেপি কর্মীর দেহ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের দাঁতনের। তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। শুক্রবার সন্ধেয় বাড়ি থেকে বেরিয়েছিলেন বিজেপি কর্মী শ্রীকান্ত পাত্র। কিন্তু তিনি আর ফিরে আসেননি। শনিবার সকালে বাড়ির কিছুটা দূরে তাঁর দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে।

সাসপেন্ড অনিল কন্যা

সাসপেন্ড অনিল কন্যা

জাগো বাংলায় লেখার জন্য সিপিএম সাসপেন্ড করল অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাসকে। অজন্তা যে এরিয়া কমিটির সদস্য, সেখান থেকেই তাঁকে সাসপেন্ড করে প্রস্তাব পাঠানো হয়েছে এরিয়া কমিটিতে। পরে সেই সাসপেন্ড বহার রাখে জেলা কমিটি। তাঁকে তিনমাসের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে।

জম্মু ও কাশ্মীরের ত্রালে খতম ৩ জঙ্গি

জম্মু ও কাশ্মীরের ত্রালে খতম ৩ জঙ্গি

শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের ত্রালে খতম ৩ জৈশ-ই-মহম্মদ জঙ্গি। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়ার পরে অবন্তিপোরার ত্রালের নাগবায়েরানে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। বাহিনীর উপস্থিতি টের পাওয়ার পরেই পাল্টা গুলি চায় জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই চলে বেশ কিছুক্ষণ। ৩ জঙ্গি মারা পরার পরে এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে বাহিনী।

তালিবান মুক্ত ৩ জেলা

তালিবান মুক্ত ৩ জেলা

আফগানিস্তানে তালিবান মুক্ত ৩ টি জেলা। পোল-ই-হেসার, দেহ-সালহা এবং বানু জেলাকে তালিবান মুক্ত করার দাবি করেছে বিরোধী জোটের বাহিনী। তারা দাবি করেছে, স্থানীয় মানুষও তালিবানদের বিরুদ্ধে প্রতিরোধে সামিল হয়েছিলেন। এর আগে কাবুলের উত্তরে পঞ্জশির উপত্যকায় প্রবল বিরোধিতার মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয়েছিল তালিবানরা।

ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্বে সুব্রত

ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্বে সুব্রত

রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের হাতে। দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছে মানিকতলা বিধায়ক সাধন পাণ্ডে। সেই কারণেই এই ব্যবস্থা। সোমবার তিনি নতুন দফতরের দায়িত্ব বুঝে নেবেন বলে জানিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়।

সাঁকরাইল থানার ওসির অপহরণ কাণ্ডে উদ্ধার অস্ত্র, গ্রেফতার যুবক

সাঁকরাইল থানার ওসির অপহরণ কাণ্ডে উদ্ধার অস্ত্র, গ্রেফতার যুবক

বাম আমলের শেষ দিকে মাওবাদীদের বাড়বাড়ন্ত শুরু হয়েছিল জঙ্গলমহলে। ২০০৯ সালে পশ্চিম মেদিনীপুরের সাঁকরাইল থানায় হানা দিয়ে ওসি অতীন্দ্রনাথ দত্তকে অপহরণ করার পাশাপাশি অস্ত্রও লুট করেছিল মাওবাদীরা। সেই সময় খোয়া যাওয়া একটি অস্ত্র উদ্ধারের পরে মিঠুন হেমব্রম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি জেরায় মিঠুন জানিয়েছে, গত ১২ বছর ধরে সাঁকরাইল থানা থেকে লুট হওয়া রিভলবারটি তাঁর বাড়িতেই রয়েছে।

লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বিলি তৃণমূল অফিস থেকে, কটাক্ষ দিলীপের

লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বিলি তৃণমূল অফিস থেকে, কটাক্ষ দিলীপের

মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী তৃণমূল কার্যালয়ে নোটিস দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বিলির অভিযোগ নিয়ে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পঞ্চায়েত সদস্য বাবাই মাঝি প্রথমে ঘটনার কথা অস্বীকার করলেও পরে স্বীকার করেন নেন। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিকে এই ঘটনাকে বেআইনি আখ্যা দিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা।

আমিরশাহী রওনা দিল্লি ক্যাপিটালস

আমিরশাহী রওনা দিল্লি ক্যাপিটালস

অশ্বিন-পৃথ্বীদের ছাড়াই আমিরশাহী রওনা দিল্লি ক্যাপিটালসের। 'ফির সে উড় চলা'-র ধুনে মিশন আইপিএল ২০২১। ফিটনেস কোচের সঙ্গে আগেই আমিরশাহী পৌঁছেছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। দলের সঙ্গে পুনর্মিলনের অপেক্ষা।

ছেলে-মেয়েরা একসঙ্গে বসতে পারবে না

ছেলে-মেয়েরা একসঙ্গে বসতে পারবে না

তালিবান নেতা মুল্লা বরাদর সে দেশে মাটিতে পা রাখতেই জঙ্গিদের মুখোশের আড়ালে থাকা চেহারাটা ক্রমশ সামনে আসছে। সরকারি এবং বিশ্ববিদ্যালয়গুলির উদ্দেশ্যে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে এবার থেকে ছেলে এবং মেয়েরা একসঙ্গে এক শ্রেণিতে বসার অনুমতি দেওয়া যাবে না।

তালিবানদের সমর্থন করায় অসমে ১৪ জন গ্রেফতার

তালিবানদের সমর্থন করায় অসমে ১৪ জন গ্রেফতার

তালিবানদের সমর্থন করায় অসমের ১১ জেলা থেকে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা সোশ্যাল মিডিয়ায় তালিবানদের সমর্থন করে বার্তা দিচ্ছিল। এর মধ্যে একজন এমবিবিএসের ছাত্রও রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

খুলছে স্কুল

খুলছে স্কুল

তামিলনাড়ুতে আগামী মাস থেকে নবম শ্রেণির উর্ধ্বে সকলের জন্য স্কুল খুলছে। পাশাপাশি সোমবার থেকে সিনেমা হল খুলে যাচ্ছে দক্ষিণের এই রাজ্যে।

আফগানিস্তানে তালিবানি আগ্রাসনে কতটা প্রভাব বাংলাদেশে, ব্যাখ্যা করলেন মার্ক টুলিআফগানিস্তানে তালিবানি আগ্রাসনে কতটা প্রভাব বাংলাদেশে, ব্যাখ্যা করলেন মার্ক টুলি

English summary
Daily News Update in Bengali: Kolkata and West Bengal Coronavirus, parliament News in brief
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X