For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Daily News Update: পুজোর পরে স্কুল খোলার ইঙ্গিত মমতার, কুস্তিতে আরও এক পদক ভারতের

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ানইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

পুজোর পরে স্কুল খোলার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

পুজোর পরে স্কুল খোলার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

কয়েকদিন আগে স্কুল খোলার কথা বলা হয়েছিল এইমসের তরফে। ধীরে ধীরে আতঙ্ক কাটিয়ে বেশ কয়েকটি রাজ্যে স্কুল খুলতে চলেছে। বাংলাতে কবে স্কুল খুলবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এই অবস্থায় স্কুল খোলা নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন জানিয়েছেন, পুজোর পরে পরিস্থিতি বিবেচনা করে স্কুল খোলা হবে।

বিরোধীরা আটকাতে পারবে না

বিরোধীরা আটকাতে পারবে না

একটি ওয়েবিনারে উত্তরপ্রদেশে 'প্রধানমন্ত্রী গরীব কল্যান অন্ন যোজনার' সুবিধাভোগীদের সঙ্গে কথা বলছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানেই মোদী কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীদের একহাত নেন। সংসদের বর্ষাকালীন অধিবেশনে বিরোধীরা শুরু থেকেই বারবার অচল করেছেন সংসদকক্ষ। সরকারকে বারবার মুলতুবি করতে হয়েছে বিভিন্ন বিষয়ে আলোচনা৷ সে নিয়েই এদিন বিরোধীদের নিশানা করেন মোদী, বলে তারা বিজেপিকে আটকাতে পারবে না।

রাজ্যে বন্য নিয়ে মমতাকে নিশানা শুভেন্দুর

রাজ্যে বন্য নিয়ে মমতাকে নিশানা শুভেন্দুর

ডিভিসি নিয়ে এবার মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যে একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তার জন্য ডিভিসি দায়ী বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন এটা ম্যান মেড বন্যা। এই নিয়ে প্রধানমন্ত্রী মোদীকেও চিঠি লিখেছেন তিনি। এবার মুখ্যমন্ত্রী এই অভিযোগ একেবারেই মিথ্যে বলে দাবি করেছেন প্রাক্তন সেচমন্ত্রী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি রাজ্যের বন্যা পরিস্থিতির সঙ্গে ডিভিসির কোনও সম্পর্ক নেই।

করোনায় অনাথ শিশুদের জন্য স্বাস্থ্য বিমা

করোনায় অনাথ শিশুদের জন্য স্বাস্থ্য বিমা

দেশে করোনা মহামারীর (corona pancdemic) জেরে অনাথ হয়ে যাওয়া শিশুদের পাশে কেন্দ্রের মোদী (narendra modi) সরকার। তাদেরকে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা (health insurance) করে দেবে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, শিশু ছাড়াও ১৮ বছর বয়স পর্যন্ত এরকম কিশোর-কিশোরীরাও এই সুবিধার আওতায় আসবে।

হকিতে জার্মানির বিরুদ্ধে পদক জয় ভারতের

হকিতে জার্মানির বিরুদ্ধে পদক জয় ভারতের

৪১ বছর পর অলিম্পিক থেকে পদক জিতল ভারত। জার্মানির বিরুদ্ধে পিছিয়ে থাকা ম্যাচ জিতে টোকিও গেমস থেকে ব্রোঞ্জ অর্জন করতে সক্ষম হলেন মনপ্রীত সিংরা। ৯ গোলের হাড্ডাহাড্ডি ম্যাচে পাঁচ বার বল জালে জড়াতে সক্ষম হয় মেন ইন ব্লু। ১৯৮০ সালে অলিম্পিক থেকে শেষবার পদক জিততে সক্ষম হয়েছিল ভারত।

লাভলিনাকে নিয়ে টুইট প্রধানমন্ত্রীর

লাভলিনাকে নিয়ে টুইট প্রধানমন্ত্রীর

সেমিফাইনালে হেরে গেলেও লাভলিনা বরগোহাঁইয়ের পাশেই দাঁড়িয়েছিলেন নরেন্দ্র মোদী। টোকিও অলিম্পিকে ভারতীয় বক্সারের লড়াইকে কুর্নিশ করেছিলেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন যে বক্সিংয়ে লাভলিনার সাফল্য আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। ভারতীয় মহিলা বক্সারের মানসিকতায় মুগ্ধ হয়েছিলেন মোদী। অলিম্পিক থেকে দেশের হয়ে ব্রোঞ্জ জয়ের জন্য লাভলিনাকে শুভেচ্ছাও জানিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী।

২ মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা

২ মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা

এদিন দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপতর। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। শুক্রবার বৃষ্টি সরতে শুরু করবে পশ্চিমের দিকে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। তবে উত্তরবঙ্গে এই সময়ে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

হনুমানের শেষকৃত্যে এসে মৃত্যু ২ যুবকের

হনুমানের শেষকৃত্যে এসে মৃত্যু ২ যুবকের

হনুমানের শেষকৃত্যে এসে মৃত্যু দুই যুবকের। একজনের দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি নদিয়ার নাকাশিপাড়া এলাকার। হনুমানের শেষকৃত্যের পরে গঙ্গায় স্নান করতে নামে বেশ কয়েকজন। তলিয়ে যান তন্ময় রায়। তাঁকে বাঁচাতে গিয়ে ডুবে যান শুভঙ্কর ভট্টাচার্য নামে আরও একজন। এঁদের দুজনকে না উঠতে দেখে জলে নামেন টোটন দত্ত নামে অন্য এক যুবক। যদিও তিনি উঠে আসেন পাড়ে।

বন্যায় বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা

বন্যায় বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা

প্রবল বর্ষণ ও ডিভিসির ছাড়া জলে উদয় নারায়নপুর ও আমতা দুই নম্বর ব্লকের ১৬ টি গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণ ও ৯ টি গ্রাম পঞ্চায়েত আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওড়া জেলার উদয় নারায়নপুর ব্লক ও আমতা দুই নম্বর ব্লকের দামোদর নদের পশ্চিম তীরের, বদ্বীপ অঞ্চল ভাটোরা , ঘোড়া বেড়িয়া চিৎনান সম্পূর্ণ বিপর্যস্ত, জনজীবন বিপন্ন। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। সেখানে নৌকায় প্রয়োজনীয় জিনিয় পৌঁছে দিচ্ছেন আধা সামরিক বাহিনীর জওয়ানরা।

কাজ শুরু পেগাসাস নিয়ে তদন্ত কমিশনের

কাজ শুরু পেগাসাস নিয়ে তদন্ত কমিশনের

রাজ্যে পেগাসাস (pegasus) নিয়ে গঠিত তদন্ত কমিশন (commission of enquiry) কাজ শুরু করে দিল। এব্যাপারে তথ্য জমা দিতে এদিন বিভিন্ন খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) উদ্যোগে রাজ্যে এই তদন্ত কমিশনের রয়েছেন দুই অবসরপ্রাপ্ত বিচারপতি। তাঁদের একজন হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি লকুর এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য।

সুপ্রিম কোর্টে পেগাসাস নিয়ে শুনানি

সুপ্রিম কোর্টে পেগাসাস নিয়ে শুনানি

এদিন সুপ্রিম কোর্টে পেগাসাস নিয়ে শুনানি। বেশ কয়েকটি আবেদন জমা পড়েছে। যার মধ্যে রয়েছে এডিটর্স গিল্ডের করা আবেদন পত্রও। বর্ষীয়ান সাংবাদিক এন রাম এবং সতীশ কুমার পেগাসাস নিয়ে স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্তের দাবি করেছেন। প্রধান বিচারপতি এনভি রামানা এবং বিচারপতি সূর্যকান্ত এই মামলা শুনবেন।

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পরামর্শদাতার পদ ছাড়লেন প্রশান্ত কিশোর

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পরামর্শদাতার পদ ছাড়লেন প্রশান্ত কিশোর

তৃণমূলের (trinamool congress) ভোট কুশলীর দায়িত্ব থেকে সরেছিলেন আগেই। সরার সময়ই প্রশান্ত কিশোর (prashant kishor) বলেছিলেন, জনজীবনে সক্রিয় ভূমিকা থেকে তিনি সাময়িক বিরতি নিচ্ছেন। এবার তিনি পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর পরামর্শদাতার পদ থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করলেন।

অমানবিক ছেলে ও মেয়ে, মৃত্যু বৃদ্ধার

অমানবিক ছেলে ও মেয়ে, মৃত্যু বৃদ্ধার

অমানবিক আচরণ ছেলে ও মেয়ের। উত্তর কলকাতার সিঁথি থানার পেয়ারা বাগান এলাকায় এক বৃদ্ধা যাঁর বয়স আনুমানিক ৮০ বছর, তাঁকে প্রবল বৃষ্টির মধ্যে রাস্তার পাশে ফেলে যাওয়ার অভিযোগ। আর্তনাদ শুনে এলাকার লোকজন গিয়ে দেখে প্লাস্টিক মোরা অবস্থায় এক বৃদ্ধা পড়ে আছেন। পুলিশ এসে ওই বৃদ্ধকে উদ্ধার করে। বৃদ্ধা জানান তার নাম ঠাকুর দাসী সাহা। যেটুকু বৃদ্ধার কাছ থেকে জানা যায়, ছেলে ও মেয়ে তাঁকে ওই জায়গায় রেখে গিয়েছে। পরে ওই বৃদ্ধাকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সকালের দিকে তাঁর মৃত্যু হয়। বৃদ্ধার বয়ান অনুযায়ী, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ।

কুস্তিতে আরও এক পদক ভারতের

কুস্তিতে আরও এক পদক ভারতের

লড়েও পারলেন না রবিকুমার দাহিয়া। দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নের কাছে হেরে পুরুষদের ফ্রিস্টাইল কুস্তি ইভেন্ট থেকে রুপো জিতেই দেশে ফিরতে হবে দুই বারের এশিয়ান চ্যাম্পিয়নকে।

English summary
Daily News Update in Bengali: Kolkata and West Bengal Coronavirus, Parliament, Tokyo Olympics, News in brief
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X