For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গতকালের চেয়ে বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, সামান্য পতন দৈনিক মৃত্যুর সংখ্যায়

গতকালের চেয়ে বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, সামান্য পতন দৈনিক মৃত্যুর সংখ্যায়

Google Oneindia Bengali News

ফের উর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১,৭২,৪৩৩ জন। গতকাল সংখ্যাটা ছিল ১,৬১ হাজারের কিছু বেশি। কিন্তু করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা গতকালের চেয়ে কমেছে। গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ১৭০০-র বেশি মানুষ। সেটা কমে হাজাের নেমে এসেছে। করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যায় কিছুতেই রাশ টানা যাচ্ছে না।

 সামান্য পতন দৈনিক মৃত্যুর সংখ্যায়

করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। পর পর চারদিন করোনা ভাইরাসের সংক্রমণ নিম্নমুখী ছিল। ফলে নতুন করে আশার আলো দেখছিলেন সকলে। কিন্তু বৃহস্পতিবার সেটা ফের বেড়ে গিয়েছে। নতুন করে ভাবিয়ে তুলেছে দেশের করোনা সংক্রমণের গ্রাফ। গতকাল দেশের করোনা ভাইরাসের সংক্রমণ ১ লক্ষ ৬১ হাজাের পৌঁছে গিয়েছিল। গত পরশু অর্থাৎ সোমবার থেকেই করোনা ভাইরাসের সংক্রমণ ২ লক্ষের নীচে নামতে শুরু করেছিল।

দেশের করোনা সংক্রমণের পজিটিভিটি রেট এখন ১০.৯৯ শতাংশ। সাপ্তাহিক পজিটিভি রেট ১২.৯৮ শতাংশ। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২,৫৯,১০৭ জন। দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৫,৩৩,৯২১। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯২.১৪ শতাংশ। একাধিক মেট্রো শহরে করোনা ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। আগামী দিল্লির পরিস্থিতি নিয়ে বৈঠকে বসবে দিল্লির বিপর্যয় মোকাবিলা দফতর। ইতিমধ্যেই দিল্লিতে একাধিক ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছে। কর্নাটক এবং কেরলে এখনও করোনা সংক্রমণ ভাবিয়ে তুলেছে। কর্নাটকে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০, ৫০৫ জন। করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় কর্নাটকে মারা গিয়েছেন ৮১ জন। বেঙ্গালুরুতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় শুধু মাত্র বেঙ্গালুরুতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮,৮৫০ জন। করোনা সংক্রমণে মারা গিয়েছেন ১৩ জন। মাইসুরুতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২০৯ জন। এবং বালাগভিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৬০ জন।

এদিকে আজ থেকেই পশ্চিমবঙ্গে একাধিক ছাড় শুরু হয়ে যাচ্ছে। গতকাল করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ পশ্চিমবঙ্গে বেড়েছে।আজ থেকেই খুলে দেওয়া হয়েছে স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়। নাইট কার্ফুর সময়সীমাও কমিয়ে দেওয়া হয়েছে। সিনেমা হল, সুইমিং পুলে ৭৫ শতাংশের উপস্থিতিতে অনুমোদন দেওয়া হয়েছে। বিয়েবাড়িতে ২০০ জন অতিথির আমন্ত্রণে আনুমোদন দেওয়া হয়েছে। কাজেই পশ্চিমবঙ্গে একাধিক করোনা বিধিনিষেধ শীথিল করা হয়েছে। এদিকে আবার দেশের দৈনিক করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে উদ্বেগ বেড়েছে।

English summary
Coronavirus update news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X