For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দৈনিক ১০০০ মৃত্যু, এটাই কি হতে চলেছে করোনার নিউ নর্মাল রুটিন, কী বলছে রিপোর্ট

দৈনিক ১০০০ মৃত্যু, এটাই কি হতে চলেছে করোনার নিউ নর্মাল রুটিন, কী বলছে রিপোর্ট

Google Oneindia Bengali News

গত ১০ দিন ধরে দেশে করোনা ভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা ১০০০ বা তার উপরে ঘোরাফেরা করছে। এর থেকে কমছেও না আবার এর থেকে বাড়ছেও না। তাহলে এটাই কি হতে চলেছে নিউ নর্মাল করোনা মৃত্যুর সংখ্যা। গবেষক এবং চিকিৎসকরা জানাচ্ছেন এতে খুব একটা পরিবর্তন আসবে না। কারণ দৈনিক ১০০০ বা তার থেকে সামান্য বেশি মৃত্যুই এখন সাধারণ হিসেব হয়ে দাঁড়িয়েছে দেশে করোনা মহামারী পরিস্থিতিতে।

দৈনিক ১০০০ মৃত্যু

দৈনিক ১০০০ মৃত্যু

করোনা ভাইরাসের সংক্রমণে গত ১০ দিন ধরে মৃত্যু সংখ্যা ১০০০-র ঘরেই ঘোরা ফেরা করছে। এর থেকে কমছেও না আবার এর থেকে বাড়ছেও না। একই পরিসংখ্যানের কাছে ঘোরাফেরা করছে। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যাক মৃত্যু হচ্ছে প্রতিদিন। তার সঙ্গে এখন পাল্লা দিতে শুরু করেছে কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, উত্তর প্রদেশ, এবং পাঞ্জাব। গতকালই পাঞ্চাবে ১০০ জনেরও বেশি মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে। আগে যেখানে মৃত্যু সংখ্যা ৪০ থেকে ৫০-র কাছাকাছি ঘোরাঘুরি করত।

মৃত্যু কমছে গুজরাত, রাজস্থানে

মৃত্যু কমছে গুজরাত, রাজস্থানে

তুলনামূলক ভাবে গুজরাত, রাজস্থানে করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু সংখ্যা অনেকটাই কম। কেরল, মধ্যপ্রদেশ, গুজরাত, রাজস্থান, ওড়িশা, অসমে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা অনেকটাই কম। দৈনিক ৩০ থেকে ৪০ জন মারা যাচ্ছেন এই রাজ্যগুলিতে।

পরিষেবা না পেয়ে মৃত্যু

পরিষেবা না পেয়ে মৃত্যু

দেশে অধিকাংশ করোনা ভাইরাসে মৃত্যুর কারণ কো মরবিডিটি। অনেকেই আবার মারা যাচ্ছেন উপযুক্ত চিকিৎসা না পেয়ে। অথবা এমন সময়ে তাঁদের হাসপাতালে নিয়ে আসা হচ্ছে সেসময় বাঁচানো যাচ্ছে না। এছাড়া করোনা সংক্রমণের সঙ্গে সঙ্গে যাঁরা ডায়াবেটিক, হাইপার টেনসন, হার্ট, কিডনির অসুখে আক্রান্ত তাঁদেরই বেশি মৃত্যু হচ্ছে।

মহারাষ্ট্রে মৃত্যু সবচেয়ে বেশি

মহারাষ্ট্রে মৃত্যু সবচেয়ে বেশি

সবচেয়ে বেশি সংখ্যক দৈনিক মৃত্যু হচ্ছে মহারাষ্ট্রে। সেখানে দৈনিক ৩০০ থেকে ৪০০ জন মারা যাচ্ছেন করোনা ভাইরাসের সংক্রমণে। উদ্বেগ বাড়িেয়ছে কর্নাটক এবং তামিলনাড়ু। হঠাৎ করে এই দুই রাজ্যে দৈনিক করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে।

তৃণমূলে ফেরার পরেই বিতর্কে হুমায়ুন কবীর! এফআইআর দায়ের পুলিশের তৃণমূলে ফেরার পরেই বিতর্কে হুমায়ুন কবীর! এফআইআর দায়ের পুলিশের

English summary
Daily 1000 death in India due to coronavirus infection is it new normal what syas report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X