For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গৌরী লঙ্কেশ ও নরেন্দ্র ধবলকর হত্যা কাণ্ডের প্রত্যক্ষ যোগসূত্র খুঁজে পেল সিবিআই

পুনে ও বেঙ্গালুরুর দুই সমাজমুখী মানুষের হত্যায় সরাসরি যোগসূত্র রয়েছে। পুনের সমাজসেবি নরেন্দ্র ধবলকর ও বেঙ্গালুরুর সাংবাদিক গৌরী লঙ্কেশ খুন নিয়ে সিবিআইয়ের দাবি, এই খুন হত্যায় সরাসরি যোগ রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

পুনে ও বেঙ্গালুরুর দুই সমাজমুখী মানুষের হত্যায় সরাসরি যোগসূত্র রয়েছে। পুনের সমাজসেবি নরেন্দ্র ধবলকর ও বেঙ্গালুরুর সাংবাদিক গৌরী লঙ্কেশ খুন নিয়ে সিবিআইয়ের দাবি, এই খুন হত্যায় সরাসরি যোগ রয়েছে।

গৌরী লঙ্কেশ ও ধবলকর হত্যা কাণ্ডের প্রত্যক্ষ যোগ স্পষ্ট

পুনের শিবাজিনগর ম্যাজিস্ট্রেট আদালতে সিবিআই এই দাবি করেছে। ধবলকর হত্যায় অন্যতম অভিযুক্ত সচিন আন্ধুরের পুলিশ হেফাজত চাওয়ার সময় সিবিআই এই দাবি করেছে। গত সপ্তাহে আন্ধুরেকে ঔরঙ্গাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে। সিবিআইয়ের কথা মেনে আদালত ৩০ অগাস্ট অবধি পুলিশ হেফাজত মঞ্জুর করেছে।

মহারাষ্ট্র অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সমাজচেতনা জাগিয়ে তুলতে গিয়ে ২০১৩ সালে নিজের বাড়িতে ধবলকর (৬৭) সকালে খুন হন। মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতির মাধ্যমে তিনি রাজ্যে অন্ধবিশ্বাসের বিরুদ্ধে লড়াই করছিলেন। দুইজন মোটর সাইকেল চেপে এসে ধবলকরকে গুলি করে খুন করে পালায়।

[আরও পড়ুন:তৃণমূলের সঙ্গে জোট 'পাকা' কংগ্রেসের! পঞ্চায়েত থেকেই যাত্রা শুরু মিশন ২০১৯-এর ][আরও পড়ুন:তৃণমূলের সঙ্গে জোট 'পাকা' কংগ্রেসের! পঞ্চায়েত থেকেই যাত্রা শুরু মিশন ২০১৯-এর ]

তার চারবছর পরে কর্ণাটকের সাংবাদিক গৌরী লঙ্কেশ (৫৫) খুন হন নিজের বাড়ির বাইরেই। তাঁকেও বাইকে চেপে দুষ্কৃতীরা এসে খুন করে পালায়। সেই ঘটনা ঘটে ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর।

[আরও পড়ুন: সকাল থেকেই মেঘলা আকাশ! ওড়িশায় ঘনীভূত নিম্নচাপের প্রভাব রাজ্যে কতটা, জানুন বিস্তারিত][আরও পড়ুন: সকাল থেকেই মেঘলা আকাশ! ওড়িশায় ঘনীভূত নিম্নচাপের প্রভাব রাজ্যে কতটা, জানুন বিস্তারিত]

চার বছর আগে পরে হলেও সিবিআই জানিয়েছে, দুই ঘটনায় সরাসরি যোগসূত্র রয়েছে। যদিও আবেদনে সিবিআই কোনও সংগঠনের নাম জানায়নি। এখন সিবিআই চেষ্টা করছে যাতে পুনে ও কর্ণাটক দুই জায়গার পুলিশের সাহায্য নিতে দুই খুনের ঘটনার যোগাযোগকে দিনের আলোর মতো পরিষ্কার করতে।

[আরও পড়ুন: শহরের ব্যস্ত রাস্তায় থেমে গিয়েছে গাড়ি, ঘুরে বেড়াচ্ছেন পশুরাজ, দেখুন ভিডিও][আরও পড়ুন: শহরের ব্যস্ত রাস্তায় থেমে গিয়েছে গাড়ি, ঘুরে বেড়াচ্ছেন পশুরাজ, দেখুন ভিডিও]

English summary
Dabholkar, Gauri Lankesh murders linked, CBI tells Pune court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X