For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি এবার ভারতরত্ন দেবে নাথুরাম গডসেকে! ইশতেহার প্রকাশের পর কটাক্ষ ডি রাজার

ভারতরত্ন পুরস্কারের জন্য সাভারকারের নাম প্রস্তাব করেছে বিজেপি। এই প্রস্তাবের চূড়ান্ত নিন্দা করলেন ভারতের কমিউনিস্ট পার্টির মহাসচিব ডি রাজা।

  • |
Google Oneindia Bengali News

ভারতরত্ন পুরস্কারের জন্য সাভারকারের নাম প্রস্তাব করেছে বিজেপি। এই প্রস্তাবের চূড়ান্ত নিন্দা করলেন ভারতের কমিউনিস্ট পার্টির মহাসচিব ডি রাজা। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসকে এরপর ভারতরত্ন দেবে কেন্দ্রের ক্ষমতাসীন দল। মঙ্গলবার মহারাষ্ট্র বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশের পর রাজা এই ব্যাখ্যা দেন।

গান্ধীজির হত্যাকারীকে ভারতরত্ন!

গান্ধীজির হত্যাকারীকে ভারতরত্ন!

মহারাষ্ট্র বিজেপির নির্বাচনী ইশতেহারে জানানো হয়েছে, তারা কেন্দ্রের এনডিএ সরকারকে বিনায়ক দামোদর সাভারকরকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন প্রদানের প্রস্তার করছেন। এরপরই বিজেপির ইশতেহারকে কটাক্ষ করে ডি রাজা বলেন, আমাদের সবচেয়ে বড় বিড়ম্বনা যে আমরা সবাই যখন গান্ধীজির জন্মশতবর্ষ উদযাপন করছি, তখন বিজেপি সাভারকরকে ভারতরত্ন দিতে চাইছে, যিনি তাঁর হত্যার মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন।"

এবার কি গডসেকে ভারতরত্ন! প্রশ্ন

এবার কি গডসেকে ভারতরত্ন! প্রশ্ন

সিপিআই নেতা বলেন, এবার হয়তো গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসেকে ভারতরত্ন দেওয়ার পক্ষে সওয়াল করবে বিজেপি। সেদিন হয়তো খুব বেশি দূরে নেই। এটি তাদের অ্যাজেন্ডার অংশ। ২১ অক্টোবর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে সিপিআই ২৮৮ আসনের মধ্যে ১৬টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে।

মহারাষ্ট্র ভোটের আগে বিতর্ক

মহারাষ্ট্র ভোটের আগে বিতর্ক

তিনি আরও যোগ করেন, আমাদের প্রাথমিক লক্ষ্য হল বিজেপি এবং আর তার সহযোগীদের পরাজিত করা। আমরা অন্যান্য আসনে বিরোধী দলগুলিকে সমর্থন করব এবং সাধারণ মানুষকে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে বলব। রাজা বলেন, বিজেপি সভাপতি অমিত শাহ ভোটপ্রচারে ৩৭০ ধারা বাতিল নিয়ে কথা বলছেন, কিন্তু কৃষকদের দুর্দশা, ব্যাঙ্ক কেলেঙ্কারি বা কর্মসংস্থান নিয়ে কিছু বলছেন না।

English summary
CPI general secretary D Raja criticizes BJP will now give Bharat Ratna to Nathuram Gadse. BJP says in manifesto of election Bharat Ratna to Vinayak Damodar Savarkar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X