For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাইবুনালের রায় পক্ষে গেলেও টাটা সংস্থার চেয়ারম্যান পদে ফিরবেন না সাইরাস মিস্ত্রি

Google Oneindia Bengali News

গত বছরের ১৮ ডিসেম্বর জাতীয় কোম্পানি ট্রাইবুনাল ঘোষণা করে যে ফের টাটা গ্রুপের চেয়ারম্যান পদে বসবেন সাইরাস মিস্ত্রি। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানিয়ে সুপ্রিমকোর্টেও দ্বারস্থ হয় টাটা সনস কতৃপক্ষ। তবে আজ সাইরাস জানিয়ে দেন যে ট্রাইবুনালেন সিদ্ধান্ত সত্ত্বেও টাটা সন্সের এগজিকিউটিভ চেয়ারম্যান পদে আর ফিরবেন না তিনি।

টাটা সংস্থার চেয়ারম্যান পদে ফিরবেন না সাইরাস মিস্ত্রি

আজ এই প্রসঙ্গে সাইরাস বলেন, 'আমি আপ্লুত ও কৃতজ্ঞ ট্রাইবুনালের ওই সিদ্ধান্তে। রতন টাটা ও ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা যে আমার সঙ্গে বেআনি ও অনৈতিক কাজ করেছিল তা প্রমাণ হয়ে যায়। তবে আমার পক্ষে রায় এলেও আমি এই পদে আর আসীন হব না। তবে সংখ্যালঘু শেয়ারের মালিক হওয়ার দরুন আমি চাই টাটা সংস্থায় স্বচ্ছতা বারুক। এবং সেই লক্ষ্যে আমি কাজ করে যাব।'

এর আগে জাতীয় কোম্পানি ট্রাইবুনালের তরফে বলা হয়, সাইরাসকে সরিয়ে এন চন্দ্রাকে চেয়ারম্যান পদে বসানোকে একেবারেই বেআইনি ছিল। এরপরেই অবিলম্বে সাইরাল মিস্ত্রিকে টাটা গ্রুপের চেয়ারম্যান পদে বসানোর নির্দেশ দেয় ট্রাইবুনাল। সাইরাসকে পদ ফিরিয়ে দেওয়ার জন্য একমাস সময় দেওয়ার হয়েছে রতন টাটাদের। তারমধ্যে টাটার পক্ষ থেকে আবেদন জানানো যাবে বলেও জানিয়েছিল ট্রাইবুনাল।

২০১২ সালে রতন টাটা অবসর ঘোষণা করার পর সাইরাস মিস্ত্রিকে টাটা সন্সের চেয়ারম্যান পদে বসানো হয়েছিল। কিন্তু তারপরে ২০১৬ সালে তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনে সাইরাস মিস্ত্রিকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় বসেন এন চন্দ্র। তারপরেই সাইরাস মিস্ত্রির পারিবারিক সংস্থা এবং অংশীদাররা টাটা সন্স এবং রতন টাটার বিরুদ্ধে কোম্পানি ট্রাইবুনালে আবেদন জানান। সেই প্রেক্ষিতেই অই রায় দিেয়ছে কোম্পানি ট্রাইবুনাল।

English summary
cyrus mistry said that he will not resume as chairman even after NCLAT's verdict,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X