For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৬৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বায়ু! মোকাবিলায় প্রস্তুত ৫২টি দল

শক্তি বৃদ্ধি করে ১৬৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সাইক্লোন বায়ু। রাত পোহালেই গুজরাট উপকূলে আছড়ে পড়বে ঝড়। নৌসেনা থেকে শুরু করে ৫২টি উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়েছে।

Google Oneindia Bengali News

শক্তি বৃদ্ধি করে ১৬৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সাইক্লোন বায়ু। গুজরাত উপকূলে আছড়ে পড়বে প্রবল ঝড়। নৌসেনা থেকে শুরু করে ৫২টি উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়েছে। ফণীর তাণ্ডবের কথা মাথায় রেখেই বায়ুকে সামলাতে রণনীতি ঠিক করেছে রাজ্য প্রশাসন। কেন্দ্রও সমস্তরকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

রাত পোহালেই ১৬৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে বায়ু

ইতিমধ্যেই গুজরাত উপকূল খালি করে দেওয়া হয়েছে। আগাম খবর পেয়ে গুজরাত এবং মহারাষ্ট্রকে রক্ষা করার সবধরনের ব্যবস্থা সেরে রেখেছে প্রশাসন। জাতীয় বিপর্যন মোকাবিলা দফতরকে প্রস্তুত রাখা হয়েছে। ৫২টি দল প্রস্তুত। প্রস্তুত ভারতীয় সেনারাও। বায়ুসেনা, নৌযান, বিমান, যুদ্ধ জাহাজ প্রস্তুত। গুজরাতের হাই অ্যালার্ট উপকূল সংলগ্ন ১০ জেলায়।

মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, ১৩ জুন ১৫০ কিলোমিটার বেগে গুজরাট উপকূলে আছড়ে পড়বে এই সাইক্লোন। বুধবার রাত পর্যন্ত লাক্ষাদ্বীপের সামনাসামনি আছে বায়ু। বৃহস্পতিবার সকালের মধ্যেই তা পৌঁছে যাবে দিউ দ্বীপের কাছে। তখন এর গতিবেগ হবে ঘণ্টায় ১৬৫ কিলোমিটার। ১৬৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে ঝড়।

বুধবার থেকেই ঝোড়ো হাওয়ার দাপট শুরু হয়েছে পশ্চিম উপকূলবর্তী এলাকায়। চলছে ভারী বৃষ্টি। এই ঝোড়ো হাওয়ার বেগ আরও বাড়বে। উপকূলে আছড়ে পড়ার পর ১১০ কিলোমিটার বেগে বয়ে যাবে ঝড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী তৈরি থাকার নির্দেশ দিয়েছেন।

English summary
Cyclone Vayu will hits on Gujarat coast of Arabian Sea in speed of 165 km. 52 rescue team are prepare to rescue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X