For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ফণী'র পর 'সাইক্লোন বায়ু' আছড়ে পড়তে চলেছে দেশের কোন অংশে! চরম সতর্কতায় নৌসেনা ,NDRF

'ফণী'র তাণ্ডব এদেশ দেখেছে। এবার পালা 'সাইক্লোন বায়ু'র। বায়ুর আগমনের খবরে এবার সতর্কতায় সেনা সহ জাতীয় বিপর্যয় মোকাবিলা দল।

  • |
Google Oneindia Bengali News

'ফণী'র তাণ্ডব এদেশ দেখেছে। এবার পালা 'সাইক্লোন বায়ু'র। বায়ুর আগমনের খবরে এবার সতর্কতায় সেনা সহ জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। যে সমস্ত এলাকায় এই সাইক্লোনের তাণ্ডব দেখা দিতে পারে, সেই সমস্ত এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। দেখে নেওয়া যাক, দেশের কোন কোন অংশে এই সাইক্লোন আছড়ে পড়তে চলেছে।

কোন পথে আসছে 'বায়ু'!

কোন পথে আসছে 'বায়ু'!

মুম্বইয়ের আকাশ ইতিমধ্যেই জানান দিতে শুরু করেছে যে , আগামী কয়েক ঘণ্টার মধ্যেই আছড়ে পড়বে সাইক্লোন বায়ু। আরব সাগররের তীরের
এই মায়ানগরী আখন প্রহর গুনছে বায়ু আসবার অপেক্ষায়। দেশের পশ্চিমপ্রান্ত দিয়ে ঢুকতে চলেছে বায়ু।

 কোন কোন এলাকার ওপর আছড়ে পড়বে বায়ু!

কোন কোন এলাকার ওপর আছড়ে পড়বে বায়ু!

দেশের পশ্চিমাংশের মুম্বই ছাড়াও সাইক্লোন আছড়ে পড়বে গুজরাত উপকূলেও। এছাড়াও, সাইক্লোন বায়ু প্রভাব খাটাবে দেশের কঙ্কণ উপকূলের বিভিন্ন এলাকায়। এই এলাকাগুলির মধ্য়ে রয়েছে , কেরল, লাক্ষাদ্বীপ, সৌরাষ্ট্র , কচ্ছ।

 কবে ধেয়ে আসবে তুফান!

কবে ধেয়ে আসবে তুফান!

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী ১৩ জুন গুজরাত উপকূলে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন বায়ু। মঙ্গলবার সকাল থেকেই এলাকাগুলিতে শুরু হবে, ভারী বর্ষণ। তার আগে থেকেই এলাকা গুলিতে জারি হয়েছে সতর্কতা।

 এনডিআরএফ ও সেনা সতর্ক

এনডিআরএফ ও সেনা সতর্ক

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই জারি করা হয়েছে চরম সতর্কতা। মঙ্গলবারের মধ্যেই আরব সাগরের মুম্বই সংলগ্ন এলাকায় নৌসেনাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সতর্ক করে রাখা হয়েছে সেনাকেও। মৎসজীবিদের সোম ও মঙ্গলবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

English summary
Cyclone Vayu Latest Update, Mumbai, kerala, Lakshadweep to get heavy rain fall.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X