For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘূর্ণিঝড় তাউকটে আছড়ে পড়ার লাল সতর্কতা জারি হতেই বহু জায়গায় আপাতত স্তব্ধ ভ্যাকসিনেশন

Google Oneindia Bengali News

করোনার প্রথম স্রোতের সময় বাংলা দেখেছিল আম্ফানের জেরে বিধ্বস্ত পরিস্থিতি। এরপরবর্তীকালে করোনার দ্বিতীয় স্রোতের সময় ২০২১ সালে প্রথম ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়তে চলেছে তাউকটে। এমন পরিস্থিতিতে কেরল থেকে শুরু করে গুজরাত পর্যন্ত উপকূলীয় বিভিন্ন জায়গায় জারি সতর্কতা। যার জেরে করোনা পরিস্থিতিতে বহু জায়গার থমকে রয়েছ ভ্যাকসিনেশন।

ফুঁসে উঠতে চলেছে আরব সাগর

ফুঁসে উঠতে চলেছে আরব সাগর

ঘূর্ণিঝড় তাউকটের দাপটে রীতিমতো সতর্কতা জারি করে দিয়েছে আইএমডি। মৌসম ভবন জানিয়েছে ১৬ মে কেটে গেলেও গুজরাত উপকূলে ১৭-১৮ মে নাগাদ প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। এদিকে , ইতিমধ্যেই সপ্তাহান্তের বর্ষণ নিয়ে কেরল, কর্ণাটক, মহারাষ্ট্রকে সতর্ক করেছে মৌসম ভবন।

সাইক্লোন ট্র্যাকারে গতিপথ

সাইক্লোন ট্র্যাকারে গতিপথ

প্রসঙ্গত, আরব সাগরের বুকে একটি নিম্নচাপ গঠন হতে শুরু করেছে বলে জানিয়েছে মৌসম ভবন। এদিন লাক্ষাদ্বীপের কাছাকাছি এই নিম্নচাপ এলাকা তৈরি হবে বলে জানানো হয়েছে। ১৫ তার এটি আরও ঘনীভূত হতে শুরু করবে। এর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই তা ঘূর্ণিঝড়ের আকার নেবে। এরপর থেকে এটি দ্রুত এগিয়ে যাবে গুজরাত উপকূলের দিকে। গুজরাতে তার প্রভাব ১৮ মে পর্যন্ত থাকার কথা। পরবর্তীকালে তা পাকিস্তানের অভিমুখে যেতে থাকবে।

 লাল সতর্কতা জারি

লাল সতর্কতা জারি

এদিকে কেরলের তিরুঅনন্তপুরম, কোল্লাম, এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন পথনমিথিট্টায় লাল সতর্কতা জারি করা হয়েছে এই সাইক্লোনের জেরে। এছাড়াও কমলা সতর্কতা জারি রয়েছে কোট্টায়াম, আলাপুজা, ইদুক্কি, এরনাকুলমে। প্রসঙ্গত, কেরলে এই ঝড়ের বিধ্বংসী রূপ উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। শনিবারের জন্য লাল সতর্কতা রয়েছে কুন্নুর, ওয়ানাদ, কালাগোড়, মালাপ্পুরম, কোঝিকোডে।

 বন্ধ ভ্যাকসিনেশন

বন্ধ ভ্যাকসিনেশন

প্রসঙ্গত, কেরলে এই তাউকটের জেরে একাধিক জায়গায় লাল সতর্কতা জারি হতেই তিরুঅনন্তপুরম ও কোল্লারে ভ্যাকসিনেশন বন্ধ করা হয়েছে আপাতত। ইতিমধ্যেই কেরলের নিচু এলাকাগুলিতে সাইক্লোন মোকবিলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়াও বাসিন্দাদের নিচু এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসার কাজ শুরু হয়েছে।

English summary
Cyclone Tauktae to be formed in Arabian sea,Thiruvananthapuram, Kollam suspend vaccination drive
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X