For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাগর পেরিয়ে এভারেস্টে তাণ্ডব ঘূর্ণিঝড় তাউকটের, উড়ে গেল পর্বতারোহীদের ৩৬ তাঁবু

সাগর পেরিয়ে এভারেস্টে তাণ্ডব ঘূর্ণিঝড় তাউকটের, উড়ে গেল পর্বতারোহীদের ৩৬ তাঁবু

Google Oneindia Bengali News

আরব সাগরে সৃষ্ট সুপার সাইক্লোন তাউকটে উৎসস্থল থেকে অনেক দূরে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গেও তাণ্ডব চালাল। গভীর সমুদ্র থেকে এই সাইক্লোন এতটাই শক্তি সঞ্চয় করেছিল যে গুজরাটে আছড়ে পড়ার পরও হিমালয়ের পার্বত্য অঞ্চলে দাপট দেখাল। এভারেস্টের ৩৬টি তাঁবু উড়িয়ে নিয়ে গেল সুপার সাইক্লোন তাউকটে।

এভারেস্টের সূক্ষ্ম বরফ খণ্ড বিস্ফোরিত ঘূর্ণিঝড়ে

এভারেস্টের সূক্ষ্ম বরফ খণ্ড বিস্ফোরিত ঘূর্ণিঝড়ে

ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সোমবার গুজরাটে ভূমিধস হয়েছে। তারপরে উত্তর-উত্তর পূর্বে এগিয়ে গিয়েছে ঘূর্ণিঝড়। আছড়ে পড়ার পর খানিক দুর্বল হয়ে পড়লেও বৃহত্তর হিমালয়ের তুষার ঢাকা চূড়ায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড়। তার ফলে এভারেস্টের সূক্ষ্ম বরফ খণ্ড বিস্ফোরিত হয়েছে। উড়ে গিয়েছে তাঁবু।

ঘূর্ণিঝড়ের ফলে বিশাল তুষারপাতের বিপদ

ঘূর্ণিঝড়ের ফলে বিশাল তুষারপাতের বিপদ

নেপাল এই ঘূর্ণিঝড়ের বিপদ থেকে আগই সতর্ক করেছিল পর্বতারোহীদের। ঘূর্ণিঝড়ের ফলে বিশাল তুষারপাতের বিপদ সম্পর্কে পর্বতারোহীদেরকে সতর্ক করা হয়েছিল। সেই পূর্বাভাসমতোই ঘূর্ণিঝড়ের ফলে বরফ ঝড় শুরু হয়েছিল, যা মাউন্ট এভারেস্টের চতুর্থ ক্যাম্পে প্রায় তিন ডজন তাঁবু উড়িয়ে দিয়েছে। বিশ্বের সর্বোচ্চ শিখরে অনেক পর্বতারোহী মৃত্যুর মুখে পড়ে যান।

ঘূর্ণিঝড়ের মুখে পড়ে শেরপার মৃত্যু এভারেস্টে

ঘূর্ণিঝড়ের মুখে পড়ে শেরপার মৃত্যু এভারেস্টে

নেপালের পক্ষ থেকে এভারেস্ট অভিযান বন্ধ রাখতে বলা হয়েছিল। কিন্তু সেই নিষেধাজ্ঞায় কান দেয়নি অনেকে। তারই ফলশ্রুতিতে ঘূর্ণিঝড়ের মুখে পড়ে পেম্বা তাশি শেরপা (২৭) যখন ক্যাম্প ২ থেকে ক্যাম্প ১-এ নামছিলেন, তখন তিনি ছিটকে পড়েন। মঙ্গলবার ভোর পাঁচটা তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ঘূর্ণিঝড় তাউকটের মুখে হিমালয়ের পর্বতারোহীরা

ঘূর্ণিঝড় তাউকটের মুখে হিমালয়ের পর্বতারোহীরা

নেপালের পর্যটন দফতরের এক আধিকারিক এই খবর জানিয়েছেন। সোমবার রাতে তাঁবু উড়িয়ে দিয়েছিল ঘূ্র্ণিঝড় তাউকটে। এরপর কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে শেরপার মরদেহ উদ্ধার করে। নেপালের আবহাওয়া পূর্বাভাস বিভাগ সোমবার সন্ধ্যায় একটি বিশেষ আবহাওয়া বুলেটিন জারি করেছিল। ঘূর্ণিঝড় তাউকটের সম্ভাব্য প্রভাবের কারণে পর্বতারোহীদের অবস্থান জানাতেই এই বুলেটিন।

ঘূর্ণিঝড় তাউকটের পরোক্ষ প্রভাব অনুভূত নেপালেও

ঘূর্ণিঝড় তাউকটের পরোক্ষ প্রভাব অনুভূত নেপালেও

আবহাওয়া পূর্বাভাস বিভাগের সিনিয়র আবহাওয়াবিদ প্রতিভা মানান্ধা বলেন, "যদিও নেপালে তাউকটে সরাসরি প্রভাব ফেলছে না, তবে এর পরোক্ষ প্রভাব দেশে অনুভূত হতে পারে।" সেইমতোই তাউকটে আরও উত্তর এবং উত্তর-পশ্চিম নেপালের দিকে এগিয়ে চলেছে। কর্ণালী, সুদুরপাশিম, গন্ডাকী এবং লুম্বিনি প্রদেশের অংশগুলিতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার পর্যন্ত এই আবহাওয়া থাকবে।

English summary
Cyclone tauktae hits on Everest and 36 tent are destroyed for storm
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X