For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাইক্লোন তাউকটে আছড়ে পড়ার আগেই আরব সাগরে উত্তাল ঢেউয়ের সতর্কতা, প্রহর গুনছে বহু এলাকা

সাইক্লোন টাউকটে আছড়ে পড়ার আগেই আরব সাগরে উত্তাল ঢেউয়ের সতর্কতা, প্রহর গুনছে বহু এলাকা

  • |
Google Oneindia Bengali News

প্রহর গোনার পালা শুরু। ২০২১ সালের প্রথম সাইক্লোন টাউকটে ঘিরে রীতিমতো জল্পনার পাহাড় জমছে। আরব সাগরের বুকে এই সাইক্লোন ফুঁসে ওঠার আগেই মহারাষ্ট্র, কর্ণাটকের বহু উপকূল এলাকার জন্য সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এদিকে কর্ণাটক ও মহারাষ্ট্র, দুই এলাকাই প্রবল ভাবে করোনায় বিধ্বস্ত। তার মাঝে এই সাইক্লোন কতটা গুরুতর আকার নিতে পারে তা নিয়ে রয়েছে জল্পনা। একনজরে দেখা যাক এই সাইক্লোন ঘিরে কিছু তথ্য।

সাগরে প্রবল ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কয়েকদিন ধরে সাগরে প্রবল ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কয়েকদিন ধরে

৭২ থেকে ৯৬ ঘণ্টায় ফুঁসে উঠবে টাউকটে

৭২ থেকে ৯৬ ঘণ্টায় ফুঁসে উঠবে টাউকটে

এই সপ্তাহান্তে যে সাইক্লোন টাউকটে দাপট দেখাতে শুরু করে দেবে তা আগেই জানানো হয়। এদিন জানানো হয় আগামী ৭২ থেকে ৯৬ ঘণ্টার মধ্যে ধীরে ধীরে ফুঁসে উঠবে এই সাইক্লোন। ভারত মহাসাগরের উত্তরাংশ থেকে আরব সাগরে এর প্রবল প্রভাব পড়বে। সাইক্লোন ট্র্যাকার বলছে, ১৪ মে থেকে নিম্নচাপ তৈরি হবে। যার মেয়াদ ১৬ মে।

প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস

প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস

ভারতের পশ্চিমপ্রান্তে ঘূর্ণিঝড় টাউকটে আছড়ে পড়ার আগে , দক্ষিণ ভারত ও পশ্চিম ভারতের একাধিক উপকূলকে সতর্ক করেছে আইএমডি। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল লাক্ষাদ্বীপে। শনিবার ভাসতে পারে তামিলনাড়ু।

জারি হলুদ সতর্কতা

জারি হলুদ সতর্কতা

এদিকে করোনায় জেরবার মহারাষ্ট্রের উপকূল এই মুহূর্তে আবহাওয়ার এই পূর্বাভাসে থমথমে। আইএমডির তরফে বজ্রপাত,বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে মহারাষ্ট্রের পুনে, সাতারা, সোলাপুর, বীড়, নান্দেদ, আহমেদনগর, সিন্ধুদুর্গ, লাতুর সহ একাধিক এলাকা। এই এলাকাগুলিকে ১৫ মে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরব সাগর উত্তাল হয়ে ঢেউ

আরব সাগর উত্তাল হয়ে ঢেউ

আইএমডির সতর্কতায় বলা হয়েছে ১৩ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত উত্তাল হতে পারে আরব সাগর। সেখানে প্রকাণ্ড ঢেউয়ের সতর্কতা জারি হয়েছে।এর আগেই জানা গিয়েছে যে সাইক্লোন টাউকটের দাপটে সাগরে ৮০ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। এর আগে ঝড়ের গতি ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায় থাকতে পারে বলে অনুমান। ফলে সমুদ্রে মৎসজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে ।

English summary
Cyclone Tauktae 2021 , IMD alerts on its Tidal wave and rainfall effect
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X