For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধেয়ে আসা 'পাবুক'-এ উত্তাল সমুদ্র, আন্দামানে আছড়ে পড়ছে ‘দানব’ ঢেউ, কমলা সতর্কতা

থাইল্যান্ডের দ্বীপাঞ্চলে আছড়ে পড়ার পরও শক্তিক্ষয় হয়নি পাবুকের। পুনরায়া শক্তি বাড়িয়ে আন্দামান সাগরে দিয়ে ২৬ কিলোমিটার বেগে আন্দামান উপকূলের দিকে ধেয়ে চলেছে ওই ক্রান্তীয় ঝড়।

Google Oneindia Bengali News

থাইল্যান্ডের দ্বীপাঞ্চলে আছড়ে পড়ার পরও শক্তিক্ষয় হয়নি পাবুকের। পুনরায়া শক্তি বাড়িয়ে আন্দামান সাগরে দিয়ে ২৬ কিলোমিটার বেগে আন্দামান উপকূলের দিকে ধেয়ে চলেছে ওই ক্রান্তীয় ঝড়। রবিবার রাতেই আন্দামান সাগরের উপকূল ছুঁয়ে মায়ানমারের দিকে ঘুরে যাবে ঘূর্ণি। আন্দামান সাগর তাই উত্তাল। এক-একটা ঢেউ আছড়ে পড়ছে ১০ থেকে ১৫ ফুটের।

থাই-দ্বীপে তাণ্ডবের পর আন্দামানে

থাই-দ্বীপে তাণ্ডবের পর আন্দামানে

এর আগে থাইল্যান্ডের উপকূলে তাণ্ডব তালিয়েছে পাবুক। তছনছ করে দিয়েছে উপকূলবর্তী এলাকা। গাছপালা, বিদ্যুতের খুঁটি ভেঙে একাকার কাণ্ড। থাইল্যান্ডের দ্বীপাঞ্চলে আছড়ে পড়ার পর ঝড় ক্রমশ পশ্চিম দিকে এগোচ্ছে। ঝড় চলে যাওয়ার পরও হরপা বান আর ভূমিধসেও জেরবার হয়েছে থাইল্যান্ড।

৯০ কিলোমিটার বেগে ঝড়, কমলা সতর্কতা

৯০ কিলোমিটার বেগে ঝড়, কমলা সতর্কতা

এদিন সকাল থেকে আন্দামান উপকূলে ৭৫ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড় বইছে। এদিন রাতেই আন্দামান উপকূলে আছড়ে পড়বে ঝড়। তারপর শক্তিক্ষয় করে অভিমুখ বদল করবে মায়ানমারের দিকে। শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে পাবুক। গণ্ডির বাইরে দক্ষিণ চিন সাগরে তৈরি হওয়া এই ঝড় এখন আন্দামান সাগরে তাণ্ডব চালাচ্ছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে আন্দামানে।

আন্দামানে দুর্যোগ মঙ্গলবার পর্যন্ত

আন্দামানে দুর্যোগ মঙ্গলবার পর্যন্ত

পাবুকের জেরে শুক্রবার রাত থেকেই প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে আন্দামানে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির চলবে আন্দামান দ্বীপপুঞ্জে। সেইসঙ্গে ৫০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বইবে। মায়ানমারেও শুরু হয়েছে বৃষ্টি। ময়ানমার উপকূলে পৌঁছনোর আগে পাবুকের শক্তিক্ষয় হলেও বৃষ্টি চলবে।

অভিমুখ বদলে স্বস্তি বাংলা-ওড়িশায়

অভিমুখ বদলে স্বস্তি বাংলা-ওড়িশায়

রবিবার রাতে আন্দামানে আছড়ে পড়ার কথা পাবুকের। আবহাওয়ার অফিসের পূর্বাভাস, আন্দামান উপকূলে আছড়ে পড়ার পর পাবুক অভিমুখ বদল করে চলে যাবে মায়ানমারের দিকে। সেইসঙ্গে অনেকাংশেই শক্তিক্ষয় করবে। এই অভিমুখ বদলে বাংলা ও ওড়িশা উপকূলে সে অর্থে প্রভাব পড়বে না। তবে হলুদ সতর্কতা জারি রাখা হয়েছে উপকূলবর্তী অঞ্চলে।

English summary
Cyclone ‘Pabuk’ rushes towards Andaman coast. Weather office forecast orange alert for storm and giant waves
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X