সাইক্লোন 'নিভার'এর আগমন বার্তা তামিলনাড়ুর বুকে! চেন্নাইয়ে বন্ধ হত শুরু করল রাজপথ ,বিমানবন্দর
সন্ধ্যে নেমেছে শহরের বুকে। আর যতই রাত গাঢ় হচ্ছে, ততই তামিলনাড়ুর দিকে ধেয়ে আসছে সাইক্লোন নিভার (Cyclone Nivar)। বিখ্য়াত মেরিনা ড্রাইভে আছড়ে পড়ছে জলোচ্ছ্বাস। এদিকে গোটা চেন্নাই শহরের পরিস্থিতি কেমন দেখে নেওয়া যাক।


জল বাড়ছে চেন্নাইতে
চেন্নাইতে এদিন একটি রিজার্ভার থেকে ১০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। তার আগে,প্রাক- নিভার বর্ষণে গোটা শহরে জল বাড়তে শুরু করে। একাধিক রাস্তায় জল দাঁড়িয়ে প্রবল বিপদ বাড়তে থাকে। ভেলাচেরি, রোয়াপেট্টা ঘিরে উদ্বেগ শুরু হয়।

রাজপথ স্তব্ধ
চেন্নাই শহরের বড়বড় রাজপথ, বিভিন্ন নামী রাস্তা আপাতত বন্ধ করে দেওা হচ্ছে। বাসিন্দাদের ঘরে থাকার আবেদন করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। বন্ধ রয়েছে মেরিনা বিচের আশপাশের অংশ।

বন্ধ বিমানবন্দর!
চেন্নাই বিমান বন্দরকে এদিন রাত ৭ টা থেকে পরের দিন সকাল ৭ টা পর্যন্ত ১২ ঘণ্টা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এর আগে ২৬ টি চেন্নাইের বিমান বাতিল হয়েছে নিভারের আশঙ্কায়।

আমফান বনাম নিভার
তুলনামূলকভাবে আমফানের থেকে নিভারের তাণ্ডব কম হবে বলে মনে করছেন আবহবিদরা। আমফান যে গতিতে এসেছেলি বাংলার বুকে, তার থেকে অনেকটাই কম গতিতে তামিলনাড়ুর বুকে আছড়ে পড়ার কথা নিভারের।