For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যরাতের অন্ধকারে সাইক্লোন 'নিভার' এর ল্যান্ডফল কখন হবে! ঝড়ের নির্ঘণ্ট কী বলছে

  • |
Google Oneindia Bengali News

ধীরে ধীরে উপকূলের থেকে দূরত্ব কমাতে শুরু করে দিয়েছে সাইক্লোন নিভার। সাইক্লোন 'নিভার' এর বিধ্বংসী রূপ দেখা এখন সময়ের অপেক্ষা দক্ষিণের রাজ্যগুলির কাছে। তামিলনাড়ু, ও পুদুচেরিতে সবচেয়ে বেশি বীভৎসতা নিয়ে নিভারের ঝাঁপিয়ে পড়ার কথা।

অঝোর বর্ষণ তামিলভূমে

অঝোর বর্ষণ তামিলভূমে

সাইক্লোন নিভারের আশঙ্কায় কার্যত প্রহর গোনার পালা শুরু হয়ে গিয়েছে তামিলনাড়ু থেকে পুদুচেরিতে। দক্ষিণের এই দুই এলাকাতে প্রবল সংহার ঘটাতে পারে সাইক্লোন নিভার। এমনই আশঙ্কা রয়ে যাচ্ছে।

 সাইক্লোনের ল্যান্ডফল কখন?

সাইক্লোনের ল্যান্ডফল কখন?

এনডিআরএফ-এর তরফে জানানো হয়েছে, সাইক্লোন নিভারের ল্যান্ডফল ২৫ নভেম্বর মধ্যরাত পার করে হবে। রাত ২ টো নাগাদ এই ল্যান্ডফল হবে বলে খবর। ইতিমধ্যেই নিরাপদস্থানে প্রায় দেড় লাখ মানুষকে সরিয়ে নিয়ে গিয়েছে এনডিআরএফ।

 কতদূরে রয়েছে সাইক্লোন নিভার?

কতদূরে রয়েছে সাইক্লোন নিভার?

এদিকে, আইএমডির তরফে জানানো হয়েছে, সাইক্লোন নিভার চেন্নাই থেকে ২২০ কিলোমিটার দূরে রয়েছে রাত ৮ টা নাগাদ। কুডাডলোর থেকে ৯০ কিলোমিটারের দূরত্ব ধরে রেখেছে এই ঘূর্ণি ঝড়। পুদুচেরি থেকে ১৫০ কিলোমিটার দূরত্বে রয়েছে সাইক্লোন।

 ১৪৫ কি.মি ঘণ্টার গতিতে আছড়ে পড়ার আশঙ্কা

১৪৫ কি.মি ঘণ্টার গতিতে আছড়ে পড়ার আশঙ্কা

ঝড়ের গতি এদিন ১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে পৌঁছে যেতে পারে বলে খবর। সেদিকে নজর দিয়ে চেন্নাইয়ের একাধিক জায়গা বন্ধ রয়েছে। বন্ধ চেন্নাইয়ের বিমানবন্দর থেকে রাজপথ।

English summary
Cyclone Nivar's landfall timing declared , know details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X