সাইক্লোন নিভার এবার কোনদিকে এগিয়ে যেতে শুরু করল! বিপদ সংকেত কোন রাজ্যের জন্য
প্রবলভাবে শক্তি সঞ্চয় করে ২৫ নভেম্বর রাতেই আছড়ে পড়ে সাইক্লোন নিভার (Cyclone Nivar)। তবে দক্ষিণের পুদুচেরিতে এই ঝড় আছড়ে পড়লেও , সেভাবে ক্ষয়ক্ষতি চালাতে পারেনি এই সাইক্লোন। এরপর এই দাপুটে সাইক্লোন কোনদিকে এগিয়েছে দেখে নেওয়া যাক।

সাইক্লোন নিভার কোনদিকে এগোচ্ছে?
সাইক্লোন 'নিভার' ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে যেতে শুরু করেছে। ফলে তামিলনাড়ু থেকে বেরিয়ে এখন তা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে দক্ষিণ প্রান্তিক কর্ণাটকের দিকে। এমনই তথ্য জানিয়েছে আইএমডি।

মৎসজীবীদের বার্তা
জানা গিয়েছে , সাইক্লোন নিভার এবার উত্তর পশ্চিম এলাকা ঘেঁসে এগিয়ে যেতে শুরু করেছে। ফলে অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ুর মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এদিকে, চেন্নাই জুড়ে মাঝারি বৃষ্টিপাত এখনও চলবে বলে খবর।

প্রাণহানির খবর নেই
এদিকে সাইক্লোন নিভার বিধ্বংসী তাণ্ডব চালালেও, এখনও পর্যন্ত তামিলনাড়ুতে কোনও প্রাণহানির খবর নেই। এই তথ্য জানিয়েছেন সেখানের মন্ত্রী আর বি উদয়কুমার।

৭০ টি বিমান বাতিল!
চেন্নাই বিমানবন্দর গতকাল সন্ধ্যে ৭ টা থেকে এদিন সকাল ৭ টা পর্যন্ত বন্ধ ছিল। সাইক্লোনের তাণ্ডবে ৭০ ট বিমান বাতিল হয়েছে এখনও পর্যন্ত। তবে এদিন ঝড়ের তাণ্ডবের পর ধীরে ধীরে খুলেছে বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা।