For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাইক্লোন 'নিভার' কোন পথে আছড়ে পড়তে চলেছে সমুদ্র উপকূলে! বঙ্গোপসাগর থেকে গতিপথ একনজরে

সাইক্লোন 'নিভার' কোন পথে আছড়ে পড়তে চলেছে উপকূলে! বঙ্গোপসাগর থেকে গতিপথ একনজরে

  • |
Google Oneindia Bengali News

গভীর নিম্নচাপের রূপ ধারণ করে সমুদ্র উপকূলে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন নিভার। এদিন মৌসম ভবন জানিয়েছে ২৫ নভেম্বর এর আছড়ে পড়ার কথা থাকলেও, তার আগেই বঙ্গোপসাগর সংলগ্ন একাধিক এলাকায় তীব্র রূপ ধারণ করতে চলেছে এই সাইক্লোন। সাইক্লোনের গতিপথ দেখে নেওয়া যাক একনজরে।

সমুদ্রে ফুঁসে উঠে প্রবল হাওয়া!

সমুদ্রে ফুঁসে উঠে প্রবল হাওয়া!

আবহাওয়া দফতর থেকে সতর্কবার্তায় জানানো হয়েছে, সাইক্লোন আপাতত প্রবল হাওয়ার দাপট শুরু করতে চলেছে বঙ্গোপসাগর সংলগ্ন একাধিক রাজ্যে। উত্তরপূর্ব শ্রীলঙ্কা ছাড়াও ভারতের অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে এই প্রবল হাওয়ার দাপট এদিন রাতেই তীব্র হতে পারে বল খবর।

সাইক্লোন নিভার গতিবেগ

সাইক্লোন নিভার গতিবেগ

জানা গিয়েছে ১০০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগ নিয়ে ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলের দিকে ধেয়ে আসছে নিভার। ২৩ নভেম্বর অর্থাৎ সোমবার বিকেল থেকেই এর তেজ বাড়বে। যার ফলে দক্ষিণের তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশে সোমবার রাত থেকেই প্রবল হাওয়ার দাপট দেখা যাবে।

 কোনপথে আসছে 'নিভার '?

কোনপথে আসছে 'নিভার '?

বিশেষজ্ঞরা বলছেন 'নিভার' এর ল্যান্ডফলের পূর্বাভাস দেওয়া কঠিন। তবে ২৩ নভেমবর দুপুর ২ টো নাগাদ নিভার দক্ষিণ পূর্ব পুদুচেরি থেকে ৬০০ কিলোমিটারের বেশি দক্ষিণে অবস্থান করেছে। এরপর তা ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে আছড়ে পড়ার সম্ভাবনায়।

 'নিভার' এর গতিপথ

'নিভার' এর গতিপথ

স্যাটেলাইট চিত্রে স্পষ্ট দেখা যাচ্ছে শ্রীলঙ্কার উত্তরপূর্ব ভাগ ও তামিলনাড়ুর মাথার ওপর ক্রমাগত কুণ্ডলী পাকাতে শুরু করেছে সাইক্লোনের মেঘ। ফলে, আজ রাত থেকেই বৃষ্টির তেজ শুরু হতে পারে। এবিষয়ে তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশকে আলাদাভাবে সতর্ক করেছে আইএমডি।

লাল সতর্কতায় তামিল ভূম, তৈরি এনডিআরএফ

লাল সতর্কতায় তামিল ভূম, তৈরি এনডিআরএফ

এদিকে, এই প্রবল সাইক্লোন নিম্নচাপের রূপ নিতেই তা দক্ষিণের একাধিক রাজ্যে ভয়াবহ আকার ধারণ করতে পারে খবর। আর তার জেরেই এনডিআরএফকে প্রস্তুত রাখা হয়েছে। লাল সতর্কতায় রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানায় রয়েছে কমলা সতর্কতা। লাল সতর্কতার মধ্যে রয়েছে দক্ষিণের পুদুচেরি।

সাইক্লোন 'নিভার' ধেয়ে আসছে প্রবল বিপর্যয় নিয়ে! লাল-কমলা সতর্কতা পর পর রাজ্যে সাইক্লোন 'নিভার' ধেয়ে আসছে প্রবল বিপর্যয় নিয়ে! লাল-কমলা সতর্কতা পর পর রাজ্যে

English summary
Cyclone Nivar may hit Tamil Nadu first, kow the expected Rout of the storm
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X