সাইক্লোন 'নিভার' এর ল্যান্ডফল শুরু! বিধ্বংসী সংহারের কাউন্টডাউনে দক্ষিণাত্যের উপকূল
কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল। শুধু অপেক্ষা ছিল ধড় কতটা দূরে রয়েছে তার। আর শেষ মেশ যাবতীয় প্রমাণ গোনার পালা সাঙ্গ করে প্রবল সংহার রূপ নিয়ে আছড়ে পড়ল সাইক্লোন নিভার। শুরু হয়ে গেল ল্যান্ডফলের প্রক্রিয়া।


আইএমডির বার্তা ল্যান্ডফল নিয়ে
২৫ নভেম্বর রাত ১১ টা নাগাদ আইএমডির তরফে জানানো হয়েছে, সাইক্লোন নিভারের ল্যান্ডফল শুরু হয়েছে। এক বেসরকারি চ্যানেলের খবর অনুযায়ী সেই সময় পুদুচেরি থেকে ৩০ কিলোমিটার দূরে ছিল নিভার। কুড্ডালোর থেকে ৪০ কিলোমিটার দূরে আপাতত রয়েছে সাইক্লোন নিভার। ২ টোর মদ্যে তা পুদুচেরির দিকে ঢুকবে।

কখন বিধবংসী রূপ নেবে নিভার?
আইএমডির তরফে জানানো হয়েছে রাত ৩ টে নাগাদ সাইক্লোন আরও ঘনীভূত হতে শুরু করে দেবে। ফলে তখন তার বিধ্বংসী মেজাজ আরো চড়বে।

কত গতিতে ধেয়ে আসছে ঝড়?
আইএমডি জানিয়েছে, ১২০ থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার। তবে তার গতি ১৪৫ কিলোমিটার প্রতিঘণ্টার গতিবেগে এগিয় যেতে শুরু করেছে।

তৈরি ভারতীয় নৌসেনা
আইএনএস জ্যোতি আপাতত মোতায়েন রয়েছে বঙ্গোপসাগরে। সেখানে অতন্দ্র প্রহরায় ভারতীয় সেনা। ত্রাণের যাবতীয় কাজে ও সাইক্লোন মোকাবিলার কাজে তারা যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুত বলে খবর রয়েছে।