বিধ্বংসী সুপার সাইক্লোন 'নিভার' এর কাউন্টডাউন শুরু! এনডিআরএফ দিচ্ছে কোন বার্তা
সাইক্লোন 'নিভার' কার্যত সুপার সাইক্লোনের মেজাজে এবার ধেয়ে আসতে শুরু করে দিয়েছে। আইএমডি জানিয়েছে সাইক্লোন এবার গুরুগম্ভীর পর্যায়ে যেত শুরু করেছে। এমন পরিস্থিতিতে এনডিআরএফ কতটা প্রস্তুত দেখা যাক।


কতদূরে রয়েছে নিভার?
এই মুহূর্তে কার্যত ২৫০ কিলোমিটারেরও কম দূরত্বে নিভার রয়েছে। বঙ্গোপোসাগরের বূকে দক্ষিণ পশ্চিমপ্রান্ত ঘেঁসে এগিয়ে যাচ্ছে নিভার। চেন্নাই থেকে নিভারের দূরত্ব কমতে শুরু করে দিয়েছে। ফলে কাউন্টডাউন এখন তুঙ্গে।

'সবচেয়ে খারাপের জন্য প্রস্তুত হচ্ছি'
এদিন এনডিআর এফ জানিয়েছে, তামিলনাড়ুতে বিধ্বংসী মেজাজে আছড়ে পড়তে শুরু করবে সাইক্লোন নিভার। তার আগে, এনডিআরএফ-এর তরফে জানানো হয়েছে 'সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আমরা তৈরি হচ্ছি'। কারণ ইতিমধ্যেই আইএমডি জানিয়েছে সাইক্লোন বীভৎস রূপ নিতে চলেছে।

কয়েক হাজার মানুষকে নিরাপদে সরানোর কাজ চলছে
তামিলনাড়ুতে ময়দানে নেমেই ৩০ হাজার জন মানুষকে নিরাপদ এলাকায় তুলে নিয়ে গিয়েছে এনডিআরএফ। অন্যদিকে পুদুচেরিতে ৭ হাজার জনকে নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।

কোথায় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হতে পারে!
জানা যাচ্ছে তামিলনাড়ুর ১৩ টি জেলায় প্রবল ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে নিভার ঘিরে। ভেলোর, কুদ্দালোর, চেন্নাই, নাগাপাট্টিনাম, থিরুভারুর,চেঙ্গলাপেট, কাঞ্চিপুরমে বিধ্বংসী মেজাজে এই ঝড় আছড়ে পড়তে পারে।
সাইক্লোন 'নিভার' সাগরে মধ্যরাতে জলোচ্ছ্বাসের তাণ্ডব চালানোর আশঙ্কা! ৬০০ মৎসজীবীকে নিয়ে বড় পদক্ষেপ