For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফুঁসে উঠে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'নিসর্গ'! আইএমডির সতর্কবার্তায় একাধিক জরুরি তথ্য

ফুঁসে উঠে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন 'নিসর্গ'! আইএমডির সতর্কবার্তায় একাধিক জরুরি তথ্য

Google Oneindia Bengali News

আরব সাগরে ফুঁসে উঠছে সাইক্লোন নিসর্গ। ক্রমেই সেখানে শক্তি বাড়িয়ে মহারাষ্ট্র ও গুজরাত উপকূলের দিকে যেতে শুরু করেছে নিসর্গ। এদিকে , গোটা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়ে দিয়েছে আইএমডি।

 সতর্কতা মুম্বইতে

সতর্কতা মুম্বইতে

মুম্বই উপকূল ক্রমেই সতর্ক হচ্ছে। কারণ সেখানেই প্রবল বেগে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে সাইক্লোন নিসর্গের। আইএমডি
সাফ জানিয়ে দিয়েছে, আগামী ৩ জুন মুম্বই উপকূল ছুঁতে পারে এই ঝড়।

 গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে!

গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে!

আইএমডির দাবি গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে চলেছে আরব সাগরের ওপর তৈরি হওয়া সদ্য নিম্নচাপটি। এরপর তা আরও শক্তিশালী হবে। যা একটি সাইক্লোনের জন্য প্রয়োজনীয়।

 মহারাষ্ট্র-গুজরাতের কোন অংশে আশঙ্কা!

মহারাষ্ট্র-গুজরাতের কোন অংশে আশঙ্কা!

মহারাষ্ট্রের উত্তর ভাগ ও গুজরাতের দক্ষিণভাগে এই ঝড় আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা। আপাতত ২ জুন পর্যন্ত তা আরব সাগর থেকে উত্তরের পথে এগিয়ে যাবে বলে খবর।

 কত গতিবেগ?

কত গতিবেগ?

জানা গিয়েছে রায়গড় থেকে দমনের মধ্যে এই সাইক্লোনের দাপট ২৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে। এছাড়াও, থানে, নভি মুম্বই, প্যানভেল সতর্কতায় রয়েছে।

 ৩ রা জুনের গতিবেগ কত থাকতে পারে?

৩ রা জুনের গতিবেগ কত থাকতে পারে?

জানা গিয়েছে, ৩ রা জুন এই ঝড় মুম্বই উপকূলে আছড়ে পড়তে পারে। যার প্রবল প্রভাব গোট মুম্বই শহরজুড়ে পড়বে। আইএমডির সতর্কবাণী সেই সময় ঘণ্টায় ১০৫-১১০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হাওয়া বইতে পারে।

করোনা পজিটিভ! সমর্থকদের দেখে হাত নায়কের মতো হাসপাতালে গেলেন পুরপিতাকরোনা পজিটিভ! সমর্থকদের দেখে হাত নায়কের মতো হাসপাতালে গেলেন পুরপিতা

English summary
Super Cyclone Nisarga to impact heavily on Mumbai coast, Imd alerts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X