For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরব সাগরে ফুঁসছে 'নিসর্গ'! সতর্কবাণী জারি আইএমডির

আরব সাগরে ফুঁসছে 'নিসর্গ'! সতর্কবাণী জারি আইএমডির

Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গে প্রবল ঝড়ের দাপটের পর এবার দেশের পশ্চিম উপকূল প্রবলভাবে বিধ্বস্ত হতে চলেছে! এমনই আশঙ্কা এদিন আইএমডির সতর্কবাণীর সঙ্গেই উঠে এসেছে। সাইক্লোন আম্ফানের পর এবার দেশে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন নিসর্গ।

 সাগরে ফুঁসছে নিসর্গ

সাগরে ফুঁসছে নিসর্গ

আরব সাগরের দক্ষিণ পূর্ব দিকে নিম্নচাপ এলাকার সঞ্চার হতে শুরু করেছে। যা খুব তড়তড়িয়ে চলে আসবে মুম্বই উপকূলের দিকে বলে খবর। আর সেই নিম্নচাপ ধীরে ধীরে প্রবল ঝড়ে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এমনই সতর্কতা জারি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হবে বলে মনে করা হচ্ছে।

 গুজরাত ,মহারাষ্ট্রে দুর্যোগের মেঘ

গুজরাত ,মহারাষ্ট্রে দুর্যোগের মেঘ

নিসর্গের জেরে গুজরাত ও মহারাষ্ট্রে দুর্যোগের কালো মেঘ আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। দুটি রাজ্যেই প্রবল বৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। সঙ্গে জোরালো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

 কেরলে বর্ষা ও নিসর্গ

কেরলে বর্ষা ও নিসর্গ

নিম্নচাপের দাপট এমন একটা সময়ে ভারতে এসেছে, যখন দক্ষিণ দিক দিয়ে ভারতে বর্ষা প্রবেশ করতে শুরু করেছে। এতে দক্ষিণ ভারতে প্রবল বর্ষণ যেমন হচ্ছে, তেমনই উত্তরভারেতর বহু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে।

 জুন ৩ এ প্রবল বৃষ্টি

জুন ৩ এ প্রবল বৃষ্টি

জুন মাসের ৩ তারিখ থেকে প্রবল পরিমাণে বৃষ্টি আসতে পারে মুম্বইয়ের উপকূলে। মহারাষ্ট্র ছাড়াও গুজরাতের উপকূলে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি
ওই সময়ে আছড়ে পড়বে বলে মনে করা হচ্ছে।

সেবাশক্তি দিয়ে করোনা যুদ্ধ জেতার ডাক দিলেন মোদী, দেশবাসীকে জানালেন স্যালুটসেবাশক্তি দিয়ে করোনা যুদ্ধ জেতার ডাক দিলেন মোদী, দেশবাসীকে জানালেন স্যালুট

English summary
Cyclone Nisarga update, Low-pressure area off Mumbai coast in Arabian Sea brewing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X