For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’! কোন পথে হানা দেবে উপকূলে, পূর্বাভাস মৌসম ভবনের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’! কোন পথে হানা দেবে উপকূলে, পূর্বাভাস মৌসম ভবনের

Google Oneindia Bengali News

এবার ঘূর্ণিঝড় নিসর্গ আসছে ভারতের পশ্চিম উপকূলকে তছনছ করে দিতে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় নিসর্গ আরব সাগরে শক্তিবাড়িয়ে ধেয়ে আসছে ভারতীয় উপকূল অভিমুখে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়ে নিসর্গ কোথায় আছড়ে পড়বে, তারও পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

কোন পথ ধরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিসর্গ

কোন পথ ধরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিসর্গ

মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় নিসর্গ ২ জুন অর্থাৎ মঙ্গলবার অভিমুখ বরাবর এগিয়ে যাবে। তারপর ৩ জুন অর্থাৎ বুধবার তা উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে ভারতীয় পশ্চিম উপকূলকে নিশানা করবে। ওইদিন রাতেই উত্তর মহারাষ্ট্র, দক্ষিণ গুজরাত উপকূলের হরিহরেশ্বর এবং দমনের মাঝে আছড়ে পড়ার সম্ভাবনা নিসর্গের।

আরব সাগরের বুকে কতদূরে ঘূর্ণিঝড় নিসর্গ

আরব সাগরের বুকে কতদূরে ঘূর্ণিঝড় নিসর্গ

মৌসম ভবনের অধিকর্তা জানান, আরব সাগর ও লাক্ষাদ্বীপ এলাকায় দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য অঞ্চলে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয় ঘূর্ণাবর্তটি। তারপর তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সোমবার দুপুর ১২টা পর্যন্ত এই ঝড়ের অবস্থান ছিল পানজিম থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।মুম্বই থেকে ৬৭০ কিলোমিটার এবং সুরাট থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে।

 সর্বোচ্চ ঘণ্টায় ১২৫ কিলোমিটার বেগে বইবে নিসর্গ

সর্বোচ্চ ঘণ্টায় ১২৫ কিলোমিটার বেগে বইবে নিসর্গ

মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, আরব সাগরে সৃষ্টি হওয়া এই ঘূর্ণিঝড়ের অভিমুখ ভারতের পশ্চিম উপকূলে। ক্রমেই গতি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় নিসর্গ। মৌসম ভভনের অধিকর্তা জানিয়েছেন, আছড়ে পড়ার সময় এই ঝড়ের গতিবেগ দাঁড়াবে ১০৫ থেকে ১১৫ কিলোমিটার। আর সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১২৫ কিলোমিটার।

অতিভারী বৃষ্টির সতর্কতা পশ্চিম উপকূলে

অতিভারী বৃষ্টির সতর্কতা পশ্চিম উপকূলে

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিম উপকূলের রাজ্যগুলিতে অতিভারী বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দেশের বিভিন্ন প্রান্তে। বৃহস্পতিবার পর্যন্ত লাক্ষাদ্বীপ, কেরল, কর্ণাটক, কোঙ্কণ, গোয়া, মহারাষ্ট্র ও গুজরাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে মৌসম ভবন। মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে চূড়ান্ত সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

১২ ফুট জলোচ্ছ্বাস, সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা

১২ ফুট জলোচ্ছ্বাস, সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা

মৌসম ভবন সূত্রে আরও সতর্কতা জারি করা হয়েছে, এই সময়ে সমুদ্র উত্তাল হবে। জলের উচ্চতা চার মিটার অর্থাৎ ১২ ফুট পর্যন্ত হতে পারে। গুজরাট থেকে মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল ও লাক্ষাদ্বীপ উপকূলে চাই চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কয়েক ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী! বাংলার পরিস্থিতির পূর্বাভাস একনজরে কয়েক ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী! বাংলার পরিস্থিতির পূর্বাভাস একনজরে

English summary
Cyclone Nisarga update in Bengali : IMD forecasts the Cyclone Nisarga’s route map. The Nisarga can hit on Gujrat to Maharashtra coast in speed of 125 KMPH
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X