For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্র জুড়ে ঘূর্ণিঝড় নিসর্গের মহাপ্রলয়! আহত ৩, ভেঙে পড়েছে বিমান পরিষেবা

  • |
Google Oneindia Bengali News

নির্দিষ্ট সূচি মেনেই নিজের মহাপ্রলয়লীলা নিয়ে হাজির সাইক্লোন নিসর্গ। ঠিক যেমনটা ধরা হয়েছিল, সেভাবেই মুম্বইয়ের দক্ষিণ আলিবাগে আছড়ে পড়ল এই ঝড় । ঝড়ের ফলে মহারাষ্ট্রের পরিস্থিতি দেখে নেওয়া যাক।

 আহত ৩

আহত ৩

মহারাষ্ট্র এখনও পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে সাইক্লোন নিসর্গের দাপটের জেরে। প্রবল হাওয়া এদিন মুম্বই শহরে আছড়ে পড়তেই ৩ জন আহত হয়েছেন। রায়গড়ে উড়ে গিয়েছে টিনের চাল।

 বিমান পরিষেবা ভেঙে পড়েছে

বিমান পরিষেবা ভেঙে পড়েছে

সাইক্লোনের দাপটে ভেঙে পড়েছে মুম্বইয়ের বিমান পরিষেবা। এদিন সাইক্লোনের জন্য সন্ধ্যে ৭ টা পর্যন্ত মুম্বই বিমান বন্দরে সমস্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এই সময়ের মধ্যে কোনও বিমান চলাচল করবে না বলে মনে করা হচ্ছে।

আম্ফানের হুবহু ছবি!

আম্ফানের হুবহু ছবি!

কয়েকদিন আগে বাংলা যা দেখেছে সেই একই দৃশ্য কার্যত আজ দেখছে মহারাষ্ট্র। সেখানের শহর মুম্বইতে প্রবল ঝড়ের দাপটে উপড়ে গিয়েছে বহু গাছ। উপড়ে গিয়েছে বিদ্যুতের পোল। রায়গড়ে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা।

 বান্দ্রা ওরলি সি লিঙ্কের পরিস্থিতি

বান্দ্রা ওরলি সি লিঙ্কের পরিস্থিতি

সুমদ্রের মাঝ বরাবর বিলাসবহুল বান্দ্রা ওরলি সি লিঙ্ক রয়েছে। সেখানে এই মুহূর্তে যাতায়াত বন্ধ করে দিয়েছে মুম্বই পুলিশ। মুম্বইয়ের বিভিন্ন জায়গায় গাঠছ পড়লেও, জল দাঁড়িয়ে যাওয়ার খবর এখনও পর্যন্ত নেই।

English summary
Cyclone Nisarga update in Bengali, 3 injured , flight stopped till 7 pm in Mumbai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X