For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুলবুলের পর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নাকরি, বিপদ ঘনাচ্ছে তিন রাজ্যে

বুলবুলের তাণ্ডবের রেশ শেষ হতে না হতেই ফের ঘূর্ণিঝড় ঘনিয়ে আসছে বঙ্গোপসাগরের উপর। ঘূর্ণিঝড় বুলবুলের উৎপত্তি হয় দক্ষিণ চিন সাগরের এক ঝড় থেকে। সেই ঝড়টির নাম ছিল মাতমো।

Google Oneindia Bengali News

বুলবুলের তাণ্ডবের রেশ শেষ হতে না হতেই ফের ঘূর্ণিঝড় ঘনিয়ে আসছে বঙ্গোপসাগরের উপর। ঘূর্ণিঝড় বুলবুলের উৎপত্তি হয় দক্ষিণ চিন সাগরের এক ঝড় থেকে। সেই ঝড়টির নাম ছিল মাতমো। সেই মাতমো থেকে ছিটকে গিয়ে তৈরি হয় এই ঘূর্ণাবর্ত, যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোনে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে তাণ্ডব চালায়। সেই একই রকম ভাবে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে দক্ষিণ চিন সাগরে। এর নাম 'নাকরি'।

বুলবুলের পর বঙ্গোপসাগরে নাকরি, বিপদ ঘনাচ্ছে তিন রাজ্যে

নাকরি আপাতত শক্তি বাড়িয়ে দক্ষিন চিন সাগরেই অবস্থান করছে। সোমবার এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে ভিয়েতনামের উপকূলে। স্থলভাগে ঢুকে গেলে সেই ঘূর্ণিঝড়ের শক্তি ক্রমশ কমতে পারে বলে মত আবহাওয়াবিদদের। এরপর এই ঘূর্ণীবর্তটি ভিয়েতনামের মধ্যাঞ্চল অতিক্রম করে দক্ষিণ থাইল্যান্ড ও দক্ষিণ মায়ানমারে হানা দেবে। অবশ্য এই হানার জেরে প্রবল বৃষ্টি ছাড়া সেরকম কোনও ক্ষয় ক্ষতির আশঙ্কা নেই।

১৪ নভেম্বর নাগাদ বঙ্গোপসাগরে ঢুকবে ঘূর্ণাবর্তটি। সেই সময় আবার শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়াবিদরা। সেই ক্ষেত্রে প্রভাবিত হবে অন্ধ্রপ্রদেশের উত্তর দিক ও ওড়িশা উপকূলবর্তী এলাকাগুলি। পাশাপাশি চেন্নাই সহ উত্তর তামিলনাড়ুর উপরও চোখ রাঙাচ্ছে নাকরি। যদিও এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের ভারতে আছড়ে পড়ার সঠিক সময় অনুমান করা সম্ভব হয়নি।

English summary
cyclone nakri to hit tamil nadu, odisha and andhra pradesh this november
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X