For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শক্তি বাড়িয়ে ফুঁসছে ‘মহা’, সমুদ্র উত্তাল করে উপকূল অভিমুখে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

সমুদ্রে ফুঁসছে সাইক্লোন ‘মহা’। পশ্চিম থেকে উত্ত-পশ্চিমে দিকে ধেয়ে যাচ্ছে এই ঘূর্ণিঝড়। ফলে গুজরাত ও মহারাষ্ট্র উপকীলকে ভাসাতে পারে শক্তিশালী এই সাইক্লোন।

Google Oneindia Bengali News

সমুদ্রে ফুঁসছে সাইক্লোন 'মহা'। পশ্চিম থেকে উত্তর-পশ্চিমে দিকে ধেয়ে যাচ্ছে এই ঘূর্ণিঝড়। ফলে গুজরাত ও মহারাষ্ট্র উপকূলকে ভাসাতে পারে শক্তিশালী এই সাইক্লোন। মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, শক্তি বাড়িয়ে প্রায় ২০০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে 'মহা'। সেই কারণে আগাম সতর্কতা জারি করা হয়েছে।

‘মহা'র হানা গুজরাত-মহারাষ্ট্রে

‘মহা'র হানা গুজরাত-মহারাষ্ট্রে

রবিবার আরও সাংঘাতিক রূপ নেবে ঘূর্ণিঝড় মহা। এদিনই গুজরাত উপকূলে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই দাপট শুরু হয় গিয়েছে গুজরাত-মহারাষ্ট্র-সহ উত্তর-পশ্চিম উপকূলে। শুক্রবার থেকে ভারী বৃষ্টি চলছে লাক্ষাদ্বীপে। কেরলের উপকূলবর্তী এলাকাতেও দুর্যোগ হয়েছে। এবার ‘মহা'র হানা গুজরাত-মহারাষ্ট্রে।

৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ‘মহা'

৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ‘মহা'

আবহবিদরা জানিয়েছেন, বর্তমানে গুজরাত উপকূল থেকে ৪০০ থেকে ৪৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে ‘মহা'। মুহূর্তে গতি বাড়িয়ে ঢুকে পড়তে পারে গুজরাত উপকূলে। তছনছ করে দিতে পারে উপকূলবর্তী অঞ্চল। তাই প্রথম থেকেই সতর্ক প্রশাসন। শুধু গুজরাতই নয়, মহারাষ্ট্র উপকূলেও সতর্কবার্তা জারি করা হয়েছে।

প্রশাসন তটস্থ ‘মহা'র মোকাবিলায়

প্রশাসন তটস্থ ‘মহা'র মোকাবিলায়

গোটা পশ্চিম উপকূলেই সতর্কবার্তা জারি হয়েছে। কেরল থেকে শুরু করে কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাতের প্রশাসন তটস্থ ‘মহা'র মোকাবিলায়। নৌসেনা থেকে শুরু করে বায়ুসেনা, উপকূলরক্ষীবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত রাখা হয়েছে। উপকূলবর্তী অঞ্চল ফাঁকা করে দেওয়া হয়েছে।

সতর্কতা জারি করা হয়েছে

সতর্কতা জারি করা হয়েছে

ঝোড়ো বাতাস বইতে শুরু করেছে উপকূলবর্তী এলাকায়। ফুলে ফেঁপে উঠছে সমু্দ্র। বিশালাকার ঢেউয়ে জলমগ্ন হয়ে পড়ছে উপকূলবর্তী এলাকা। ফলে সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। পর্যটকদেরও সমুদ্র সৈকতে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সপ্তাহজুড়়েই ভারী বৃষ্টির পূর্বাভাস উপকূলবর্তী এলাকায়।

English summary
Cyclone ‘Maha’ will hit on Gujarat coast in Arabian Sea. Maha can hit on coast over 200 kilometer speed, now is flowing over sea about 140 kilometer in hour.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X