For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'কিয়ার'! আছড়ে পড়তে চলেছে দীপাবলিতে, জারি চূড়ান্ত সতর্কতা

অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে কিয়ার। আগামী ২৪ ঘন্টায় অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে যাচ্ছে সেটি। আবহাওয়া দফতরের সতর্কবার্তায় এমনটাই জানানো হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে কিয়ার। আগামী ২৪ ঘন্টায় অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে যাচ্ছে সেটি। আবহাওয়া দফতরের সতর্কবার্তায় এমনটাই জানানো হয়েছে। কর্নাটকের উত্তর দক্ষিণ এবং উপকূলভাবে প্রবল বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের সতর্কবার্তায়।

অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে যাচ্ছে

আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে যাচ্ছে কিয়ার।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, এই ঘূর্ণিঝড়ের জেরে পূর্ব-মধ্য আরব সাগর উত্তাল থাকবে। কর্নাটক উপকূলে সমুদ্র আগামী ২৪ ঘন্টায় ভয়ঙ্কর উত্তাল থাকবে বলে সতর্কবার্তায় বলা হয়েছে।

কিয়ারের অবস্থান

কিয়ারের অবস্থান

শুক্রবার বিকেলে কিয়ার রত্নাগিরির ১৯০ কিমি পশ্চিমে এবং মুম্বই থেকে ৩৩০ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে কিয়ার অবস্থান করছিল। যা পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে বলে মনে করছেন আবহবিদরা।

কোস্ট গার্ডের তৎপরতা

এদিকে কিয়ারের ধ্বংসাত্মক রূপ নিয়ে আগে থেকেই সতর্ক থাকতে চায় উপকূলরক্ষী বাহিনী। সেইভাবেই নিজেদেরকে তৈরি রাখছে তারা। তৈরি রাখা হচ্ছে কোস্টগার্ডের এয়ারক্রাফটকেও। কর্নাটক-গোয়া উপকূলে উপকূলরক্ষী বাহিনীর জাহাজগুলিকে রাখা হয়েছে।

English summary
Cyclone Kyarr is very likely to intensify further during next 24 hour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X