For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Cyclone Asani Live: ঘূর্ণিঝড় অশনি সরল আরও পূর্বে, জারি কমলা ও হলুদ সতর্কতা

ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ এলাকা। যা আগেই তৈরি হয়ে গিয়েছে। এবার পরবর্তী পদক্ষেপের অপেক্ষা। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী ৭ মে বিকেল নাগাদ গভীর নিম্নচাপ আর ৮ মে নাগাদ ঘূর্ণিঝড়র (cyclone) তৈরির সম্ভাবনা রয়ে

  • |
Google Oneindia Bengali News

ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ এলাকা। যা আগেই তৈরি হয়ে গিয়েছে। এবার পরবর্তী পদক্ষেপের অপেক্ষা। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী ৭ মে বিকেল নাগাদ গভীর নিম্নচাপ আর ৮ মে নাগাদ ঘূর্ণিঝড়র (cyclone) তৈরির সম্ভাবনা রয়েছে। যার অভিমুখ হতে পারে ওড়িশা। যে কারণে আগে থেকেই সতর্কবার্তা জারি করা হয়েছে প্রতিবেশী এই রাজ্যে। তবে প্রভাবের তালিকা থেকে বাদ যাবে না বাংলাও।

Cyclone Live: ৮ মে নাগাদ ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা! উপকূলে আছড়ে পড়তে পারে ১০ মে নাগাদ

Newest First Oldest First
11:54 PM, 11 May

অন্ধ্রপ্রদেশের কাছে সাইক্লোন অশনি। প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে।
11:47 PM, 11 May

রাতের কলকাতায় ফের বৃষ্টি শুরু
11:27 PM, 11 May

সাইক্লোন অশনি ইতিমধ্যে দুর্বল হতে শুরু করেছে।
11:26 PM, 11 May

১৩ তারিখ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিশেষত তিনটি জেলায় ভালো প্রভাব পড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
11:26 PM, 11 May

আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস
7:22 PM, 11 May

ঘূর্ণিঝড় অশনির ল্যান্ডফল হচ্ছে না। এখন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অশনি। তা পূর্বমুখী হয়ে উপকূলে ঝরে এগিয়ে এসে উত্তর-পূর্বে ঘুরে যাবে।
7:21 PM, 11 May

বঙ্গোপসাগরে দুর্বল হচ্ছে অশনি, বৃহস্পতিবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হবে।
5:46 PM, 11 May

তেলেগু দেশম পার্টি (টিডিপি) সভাপতি এন. চন্দ্রবাবু নাইডু এবং অভিনেতা-রাজনীতিবিদ পবন কল্যাণ বুধবার অন্ধ্রপ্রদেশ সরকারের কাছে ঘূর্ণিঝড় 'অশনি' দ্বারা ক্ষতিগ্রস্তদের জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন৷
5:45 PM, 11 May

অশনি ঘূর্ণিঝড় এখন পূর্ব দিকে সরে গেছে, এটি এখন মাচালিপত্তনমের পূর্ব দিকে। এর ফলে উপকূলীয় অন্ধ্রপ্রদেশে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হবে, লাল সতর্কতা জারি, আগামীকাল বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাত, কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওড়িশা এবং পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে, জানিয়েছেন সিনিয়র আইএমডি বিজ্ঞানী আর কে জেনামানি।
5:44 PM, 11 May

ঘূর্ণিঝড় অশনির ঢেউয়ের প্রভাব গোয়াতেও দেখা যাবে বলে আশা করা হচ্ছে। ভারতের আবহাওয়া বিভাগ পূর্বাভাস জারি করেছে যেস আগামী ৩-৪ ঘন্টার মধ্যে গোয়ার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খুব সম্ভাবনা রয়েছে।
5:42 PM, 11 May

ঘূর্ণিঝড় অশনি: অন্ধ্র প্রশাসন মানুষকে সমুদ্রে যেতে নিষেধ করে দিয়েছে। সতর্ক করা হয়েছে প্রশাসন ও আবহাওয়া দফরের তরফেও।
4:27 PM, 11 May

পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, ঘূর্ণিঝড় অশনি দ্বারা সৃষ্ট বৃষ্টি বুধবার শহরের বায়ুর গুণমানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে।
4:26 PM, 11 May

ঘূর্ণিঝড় থেকে সৃষ্ট বৃষ্টি কলকাতায় দূষণকে মারাত্মকভাবে কমিয়ে আনে।
3:38 PM, 11 May

মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যাতে কোনও হতাহতের ঘটনা না ঘটে। তিনি বলেন, নীচু এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।
3:26 PM, 11 May

এ বছর ঘূর্ণিঝড়টি আরও ভালোভাবে মোকাবিলা করা যাবে কারণ জেলাগুলোকে ভাগ করা হয়েছে এবং ছোট এলাকা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। বললেন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি।
2:32 PM, 11 May

অন্ধ্রপ্রদেশ সরকার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় 'অশনি' দ্বারা প্রভাবিত হওয়া সাতটি জেলায় ৪৫৪টি ত্রাণ শিবির খুলেছে।
2:32 PM, 11 May

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি তিনি প্রশাসনকে সতর্ক থাকতে বলেছেন এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত থাকতে বলেছেন।
2:31 PM, 11 May

মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি উপকূলীয় জেলাগুলির কালেক্টরদের সাথে একটি ভিডিও কনফারেন্স করেছেন এবং পরিস্থিতি পর্যালোচনা করেছেন।
1:29 PM, 11 May

ঘূর্ণিঝড় অশনির জেরে ৩৮টি উড়ান বাতিল।
1:22 PM, 11 May

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, দুর্যোগ শুরু।
1:21 PM, 11 May

ঘূর্ণিঝড় অশনি শঙ্কার মাঝেই অন্ধ্রপ্রদেশের সমুদ্রে ভেসে এল সোনালি রথ।
1:19 PM, 11 May

পুরীর সমুদ্র উত্তাল হতে শুরু করেছে।
1:17 PM, 11 May

কলকাতায় চলছে বৃষ্টিপাত। ঘূর্ণিঝড় অশনির প্রভাব মহানগরে।
1:09 PM, 11 May

অন্ধ্রপ্রদেশে তাণ্ডব শুরু ঘূর্ণিঝড় অশনির।
1:08 PM, 11 May

মছলিপত্তনম থেকে আর মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় অশনি।
11:14 AM, 11 May

ঘূর্ণিঝড় 'অশনি' গত ৬ ঘন্টায় ধরে প্রতি ঘন্টায় ১২ কিলোমিটার গতিতে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই যাত্রাপথে ঘূর্ণিঝড় অশনি দুর্বল হয়ে পড়ছে বলে জানিয়েছেন আবহবিদরা।
11:14 AM, 11 May

ঘূর্ণিঝড় অশনি অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি আসার পর থেকেই এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। কাঁকিনাড়া জেলার কিছু অংশে বৃষ্টি হচ্ছে। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় সমুদ্রও উত্তাল হয়ে উঠেছে।
11:12 AM, 11 May

অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলের কাছে বাঁক নিয়ে খানিক বাংলামুখী হয়ে উত্তর-পূর্বে বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
11:11 AM, 11 May

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর ফের জানিয়ে দিয়েছে বঙ্গোপসাগরে দিকবদল করছে অশনি।
10:08 AM, 11 May

অশনি কিছুটা গতি হারিয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। সিভিয়র সাইক্লোনিক স্টর্ম থেকে সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় অশনি।
READ MORE

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায়! সম্ভাব্য পথ জানিয়ে মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কতা হাওয়া অফিসেরবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায়! সম্ভাব্য পথ জানিয়ে মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কতা হাওয়া অফিসের

English summary
IMD says, Likely formation of tropical cyclone over Bay of Bengal around 08th May,2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X