For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হুদহুদে অন্ধ্রে মৃত ২৬, ওড়িশায় ৩, পানীয় জলের দাম অগ্নিমূল্য

Google Oneindia Bengali News

হুদহুদে অন্ধ্রে মৃত ২৬, ওড়িশায় ৩, পানীয় জলের দাম অগ্নিমূল্য
বিশাখাপটনম, ১৪ অক্টোবর : হুদহুদ-এর আক্রমণের ৪৮ ঘন্টা কেটে গেল। অন্ধর ১২ টি জেলা এখনও অন্ধকারে ডুবে রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, সরকারিভাবে অন্ধ্রে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বেসরকারি ভাবে মৃতের সংখ্যা ২৬। ওড়িশায় মৃত্যু হয়েছে ৩ জনের। ৪ লক্ষেরও বেশি মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থার এখনও কোনও উন্নতি হয়নি। মেরামতির জন্য বন্ধ রাখা হয়েছে বিশাখাপটনম বিমানবন্দরও।

গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ আকাশপথে বিশাখাপটনম পরিদর্শনে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাইজ্যাক বিমানবন্দর আপাতত ত্রাণ পরিষেবার জন্য খুলে দেওয়া হয়েছে। কিন্তু বিদ্যুতের সংযোগে এখনও বিচ্ছিন্ন। এদিকে এই সুযোগে অগ্নিমূল্যে বিক্রি হচ্ছে জল। আইবিএন লাইভ-এ সম্প্রচারিত খবর অনুযায়ী, এক বোতল জল বিক্রি হচ্ছে ২৫০ টাকায়।

বিশাখাপটনমে আটকে পরা এক ব্যক্তির, "টেলিফোন লাইন এখনও প্রায় কাজ করছে না। ফলে যোগাযোগ ব্যবস্থায় কোনও উন্নতি হয়নি। আমরা যখন এয়ার ইন্ডিয়া আধিকারিকদের জিজ্ঞাসা করছি আমাদের উড়ান সম্পর্কে কোন তথ্য দিন, তারা কিছুই বলছেন না। যখন আমরা নিরাপত্তাবাহিনীকে জিজ্ঞাসা করছি তাঁরা হলছেন এখান থেকে ফিরতে আমাদের ১ মাস লাগবে। জানি না কতদিন এখানে এভাবে আটকে থাকতে হবে। রেলপথ, সড়কপথ সব বন্ধ। এখানে খাওয়ারও কিছু পাওয়া যাচ্ছে না।"

English summary
Cyclone Hudhud: 26 dead in AP, 3 in Odisha; prices of essential goods soar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X