For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১২৫ কিমি গতির ঘূর্ণিঝড় ‘গাজা’য় তছনছ ৬ জেলা, ক্যামেরাবন্দি সেই তাণ্ডবের ছবি

ঘূর্ণিঝড় ‘গাজা’র আঘাতে তছনছ তামিলনাড়ু। কেরল অভিমুখে ধেয়ে যাওয়ার আগে তামিলনাড়ুর ৬টি জেলায় তাণ্ডব চালাল ‘গাজা’। এই ধ্বংসলীলা শুধু এলাকা তছনছ করে দিল না, প্রাণও কাড়ল ৩০ জনের।

  • |
Google Oneindia Bengali News

ঘূর্ণিঝড় 'গাজা'র আঘাতে তছনছ তামিলনাড়ু। কেরল অভিমুখে ধেয়ে যাওয়ার আগে তামিলনাড়ুর ৬টি জেলায় তাণ্ডব চালাল 'গাজা'। এই ধ্বংসলীলা শুধু এলাকা তছনছ করে দিল না, প্রাণও কাড়ল ৩০ জনের। তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ার পর এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ১২৫ কিলোমিটার।

৬টি জেলায় তাণ্ডব

৬টি জেলায় তাণ্ডব

তামিলনাড়ুর ৬টি জেলায় তাণ্ডব চালায় গাজা। বিশেষ করে নাগাপট্টিনম ও বেদারানায়ম বিধ্বস্ত হয়ে পড়ে ‘গাজা'র দাপটে। এই ছয় জেলা থেকে ৩০ জনের মৃত্যুর খবর মিলেছে। বহুদিন এমন প্রবল ঝড় দেখেনি তামিলনাড়ু। এর আগের বড় ঝড়গুলি ওড়িশা ও অন্ধ্র উপকূলেই আঘাত হেনেছে। এবার তামিলনাড়ুকে বেছে নিল গাজা।

ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী এলাকা

ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী এলাকা

সবথেকে বেশি ক্ষতি হয়েছে তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকা। ঝড়ের দাপটে উপড়ে গিয়েছেন ১৩ হাজারেরও বেশি বিদ্যুতের খুঁটি। তার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে এ রাজ্যের একটা বড় অংশ। গাছপালা ও বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে লন্ডভন্ড অবস্থা রাজ্যের।

আটকানো যায়নি প্রাণহানি

আটকানো যায়নি প্রাণহানি

গাছপালা-বিদ্যুতের খুঁটি ছাড়াও ভেঙে পড়েছে ঘরবাড়ি। মানুষের জীবনহানির পাশাপাশি মারা গিয়েছে প্রচুর গৃহপালিত পশু। আগাম ব্যবস্থা নিয়েও আটকানো যায়নি প্রাণহানি। ৮২ হাজার মানুষকে সরানো হয়েছিল অন্যত্র। ৪৭১টি ক্যাম্প করা হয়েছিল। তবু শেষ রক্ষা হল না।

ক্ষতি বেশি যেসব জেলায়

ক্ষতি বেশি যেসব জেলায়

নাগাপট্টিনম ও বেদারানায়ম তো বটেই, তার পাশাপাশি তামিলনাডুর কাড্ডালোর, রামানাথাপুরম, তাঞ্জাভুর, পুডুকোটি ও তিরুভারু জেলার অবস্থায় শোচনীয়। মোট কথা যে সব এলাকা দিয়ে বয়ে গিয়েছে গাজা, সেখানেই ক্ষতির চিহ্ন রেখে গিয়েছে। কেরলে প্রবেশ করার আগে অবশ্য শক্তিক্ষয় হয়েছে গাজার।

ঝড়ের সঙ্গে দাপট বৃষ্টির

ঝড়ের সঙ্গে দাপট বৃষ্টির

ঝড় তো ছিললই, সেইসঙ্গে দাপট ছিল বৃষ্টিরও। অধিকাংশ এলাকাতেই জল জমে গিয়েছে। অনেক জায়গাতেই বানভাসি অবস্থা হয়েছে, এতটাই বৃষ্টির পরিমাণ ছিল। সমুদ্র উত্তাল ছিল, ফলে মৎস্যজীবীদের নৌকা ভেঙে তছনছ হয়ে গিয়েছে।

ক্ষতিপূরণ ঘোষণা

ক্ষতিপূরণ ঘোষণা

ইতিমধ্যেই তামিলনাড়ু সরকার মৃতদের পরিবার পিছু ক্ষতিপূরণের ঘোষণা করেছে। ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে তামিলনাড়ু সরকার। এছাড়া আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

গাজার আগে তিতলির হানা

গাজার আগে তিতলির হানা

এর আগেই ‘তিতলি' হানা দিয়েছিল দেশের বুকে। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে পুজোর মুখেই আছড়ে পড়ে ‘তিতলি'। তার প্রভাবে ওড়িশায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পুজোর বাংলাতেও তার প্রভাব পড়ে। আর ‘তিতলি'র পথ ধরেই এবার এল ‘গাজা'। ‘গাজা'ও হানা দিল তামিলনাড়ু উপকূলে। দাপট দেখাল ঘূর্ণিঝড়।

English summary
Cyclone ‘Gaja’ hits on Tamilnadu’s six district in speed of 125 KM. ‘Gaja’ struck and death toll increases to 30.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X