For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তীব্র বেগে তাণ্ডব চালাতে আজই আছড়ে পড়বে সাইক্লোন 'ফনি'! চিন্তায় প্রধানমন্ত্রী

আর কয়েক ঘণ্টার অপেক্ষা বঙ্গোপসাগরে সাইক্লোন 'ফনি' বিকেল গড়াতেই তাণ্ডব চালাতে চলেছে বলে দাবি আবহাওয়াবিদদের। মঙ্গলবারের মধ্যেই 'ফনি' ফুঁসে উঠে আছড়ে পড়তে চলেছে চেন্নাই, ওড়িশার বিভিন্ন অংশে।

  • |
Google Oneindia Bengali News

আর কয়েক ঘণ্টার অপেক্ষা বঙ্গোপসাগরে সাইক্লোন 'ফনি' বিকেল গড়াতেই তাণ্ডব চালাতে চলেছে বলে দাবি আবহাওয়াবিদদের। মঙ্গলবারের মধ্যেই 'ফনি' ফুঁসে উঠে আছড়ে পড়তে চলেছে চেন্নাই, ওড়িশার বিভিন্ন অংশে। আগামী ১২ ঘণ্টায় এই সাইক্লোন আরও ঘনীভূত হতে চলেছে।

প্রধানমন্ত্রীর বার্তা

এদিন এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, সাইক্লোন ফনি নিয়ে তিনি আলোচনা করেছেন তাঁর আধিকারিকদের সঙ্গে। মানুষকে নিরাপত্তা দিতে যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ তিনি দিয়েছেন বলে জানিয়েছেন। পাশাপাশি, সকলের নিরাপত্তার জন্য প্রার্থনা করছেন বলে জানান প্রধানমন্ত্রী।

কোথায় কোথায় বৃষ্টি হতে পারে?

কোথায় কোথায় বৃষ্টি হতে পারে?

মনে করা হচ্ছে সাইক্লোন ফনির জন্য কেরলে ২৯ থেকে ৩০ এপ্রিল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাত হতে পারে উপকবলবর্তী তামিলাড়ুতে, অন্ধ্রপ্রদেশেও বৃষ্টি হতে পারে। এছাড়াও বৃষ্টি পেতে পারে কন্নড় শহর বেঙ্গালুরু। বৃষ্টি হতে পারে ওড়িশায়।

ঝড়ের বেগ কত?

ঝড়ের বেগ কত?

আবহাওয়া দফতরের মতে ১২০-১৩০ কিলোমিটার বেগে শুধু করে ১৪৫ কিলোমিটার প্রতিঘণ্টার ঝড় দেখা যাবে। তারপর , ১৬০ কি.মি থেকে ১৭০ কি.মি গতিবেগে ঝড় উঠতে পারে বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় 'ফেনি'! রাজ্যে রাজ্যে সতর্কতা জারি][আরও পড়ুন: ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় 'ফেনি'! রাজ্যে রাজ্যে সতর্কতা জারি]

English summary
Cyclone Fani Update:PM expresses concern, likely to intensify into severe strom by evening.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X