For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ফণী, ওড়িশায় ইতিমধ্যে মৃত ৮

শুরু হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ফণীর প্রভাব। প্রত্যাশা মতোই এদিন ভোররাত থেকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতে।

  • |
Google Oneindia Bengali News

শুরু হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ফণীর প্রভাব। প্রত্যাশা মতোই এদিন ভোররাত থেকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতে। ওড়িশার গোপালপুর, পুরীর মতো জায়গাগুলির ওপর দিয়ে বয়ে যাবে ঘূর্ণিঝড় ফণী। ফলে ওড়িশা জুড়ে সতর্কতা জারি হয়েছে। এছাড়া বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতেও জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। একনজরে দেখে নেওয়া যাক সমস্ত আপডেট।

ওড়িশার শুরু ফণীর প্রভাব

Newest First Oldest First
10:40 PM, 3 May

ওড়িশায় ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।
6:12 PM, 3 May

ঘূর্ণিঝড়ের দাপটে তছনছ ওড়িশার বিজু পট্টনায়েকের নামাঙ্কিত বিমানবন্দর।
6:07 PM, 3 May

শুক্রবার মাঝরাত পেরিয়েই যেকোনও সময় বাংলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফণী। এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিস সূত্রে।
6:06 PM, 3 May

ঘূর্ণিঝড় ফণীর কারণে ১ হাজার কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1:03 PM, 3 May

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে শনিবার পর্যন্ত মোট ২২৩টি ট্রেন বাতিল করা হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে।
12:22 PM, 3 May

এদিন সন্ধ্যা সাে ৬টা নাগাদ বন্ধ হওয়ার কথা ছিল কলকাতা বিমানবন্দরের। তবে এদিন দুপুর ৩টে থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাবে তা বন্ধ করে দেওয়া হচ্ছে।
12:21 PM, 3 May

ওড়িশায় ফণীর বলি এক। ত্রাণ শিবিরে হৃদরোগে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে বলে খবর।
11:29 AM, 3 May

হেল্পলাইন নম্বর চালু করেছে ভারতীয় রেল। জেনে নিন গুরুত্বপূর্ণ নম্বর একনজরে।
11:25 AM, 3 May

আটকে থাকা পর্যটকদের পৌঁছে দিতে বিশাখাপত্তনম থেকে মুম্বইগামী বিশেষ ট্রেন চালু করল ভারতীয় রেল।
10:33 AM, 3 May

পুরীতে দারুণ ঝড় বৃষ্টি। বহু এলাকা ইতিমধ্যে জলমগ্ন হয়ে গিয়েছে।
9:15 AM, 3 May

আছড়ে পড়ল সাইক্লোন 'ফণী', ওড়িশার ব্যাপক ঝড়বৃষ্টি শুরু
8:19 AM, 3 May

দিঘা থেকে ৫০টি বাসে পর্যটকদের সরিয়ে নিয়ে আসা হচ্ছে। বাংলার উপকূল এলাকাতেও জারি চূড়ান্ত সতর্কতা।
8:18 AM, 3 May

পুরীতে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া। দেখুন ভিডিও।
8:17 AM, 3 May

এদিন দুপুরের মধ্যে ঝড় স্থলে আঁচড়ে পড়বে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।
8:16 AM, 3 May

গত ২৪ ঘণ্টায় ওড়িশার উপকূল এলাকা থেকে ১০ লক্ষ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
8:14 AM, 3 May

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী। সতর্কতা জারি হয়েছে পুরীতে।

English summary
Cyclone Fani to hit Odisha and West Bengal, get the live updates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X