For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাইক্লোন 'ফণী' পুরীতে আছড়ে পড়তেই আশঙ্কার প্রহর গুনছে ওড়িশা

ভুবনেশ্বরের আবহাওয়া আধিকারিক জানিয়ে দিয়েছেন 'ফণী' এবার ক়ডা নাছড়ে দরজায়। আর খানিকক্ষণের মধ্যেই আছড়ে পড়তে চলেছে সে। দানবীয় শক্তি নিয়ে এবার আস্ফালন ঘটাবে ফণী।

Google Oneindia Bengali News

ভুবনেশ্বরের আবহাওয়া আধিকারিক জানিয়ে দিয়েছেন 'ফণী' এবার ক়ডা নাছড়ে দরজায়। আর খানিকক্ষণের মধ্যেই আছড়ে পড়তে চলেছে সে। দানবীয় শক্তি নিয়ে এবার আস্ফালন ঘটাবে ফণী। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশে প্রবল দুর্যোগের আশঙ্কায় একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে ।এবার শুরু প্রহর গোনার পালা।

গতিবেগ


২০০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন ফণী। ওড়িশা ও বাংলায় এই ঝড়ের তাণ্ডবে ইতিমধ্যেই স্কুল, কলেজে ছুটি ঘোষণা হয়ে গিয়েছে। ঝড়ের গতিবেগ ১৫০ থেকে শুরু করে ২১০ পর্যন্ত হয়ে যাবে।

ঝোড়ো হাওয়া

'ফণী' এখনও দরজায় কড়া নাড়ছে, আর তার আগেই প্রবল ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে পুরীতে। ভুবনেশ্বরেও একই অবস্থা। মনে কার হচ্ছে ভয়াবহ বৃষ্টিপাত এবার দেখতে চলেছে ওড়িশা।

শিবির তৈরি

ইতিমধ্যেই ১ লাখেরও বেশি মানুষকে উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে ফেলা হয়েছে। এদিকে, ওড়িশার বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খুলে দিয়ে সেখানে মানুষকে নিরাপদ আশ্রয় দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: সুপার সাইক্লোন 'ফণী'র দানবীয় তাণ্ডব পুরীতে! দেখে নিন ভয়ঙ্কর ভিডিওগুলি][আরও পড়ুন: সুপার সাইক্লোন 'ফণী'র দানবীয় তাণ্ডব পুরীতে! দেখে নিন ভয়ঙ্কর ভিডিওগুলি]

পুরীতে ঝোড়ো হাওয়া

ওড়িশার পুরীতে ঝোড়া হাওয়া শুরু হতেই আতঙ্কের প্রহর গোনা শুরু হয়েছে। এবার অপেক্ষা দুর্যোগ মোকাবিলার।

[আরও পড়ুন: রক্তচক্ষু নিয়ে ধেয়ে আসছে সাইক্লোন 'ফণী'! কলকাতায় শুরু বৃষ্টি, রাজ্য জুড়ে সতর্কতা ][আরও পড়ুন: রক্তচক্ষু নিয়ে ধেয়ে আসছে সাইক্লোন 'ফণী'! কলকাতায় শুরু বৃষ্টি, রাজ্য জুড়ে সতর্কতা ]

[আরও পড়ুন: ঘূর্ণিঝড় ফণীর দাপটে ওড়িশায় ব্যাপক ঝড়-বৃষ্টি, পুরী সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন][আরও পড়ুন: ঘূর্ণিঝড় ফণীর দাপটে ওড়িশায় ব্যাপক ঝড়-বৃষ্টি, পুরী সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন]

English summary
Cyclone Fani: Odisha, Bengal brace for severe storm with wind speed around 200 kmph.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X