For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বঙ্গোপসাগরে ফুঁসতে শুরু করল বিধ্বংসী সাইক্লোন 'বুরেভি'! বিপর্যয়ের আশঙ্কায় কাউন্টডাউন শুরু

বঙ্গোপসাগরে ফুঁসতে শুরু করল বিধ্বংসী সাইক্লোন 'বুরেভি'! বিপর্যয়ের আশঙ্কায় কাউন্টডাউন শুরু

  • |
Google Oneindia Bengali News

বিধ্বংসী সাইক্লোন বুরেভির কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সাইক্লোন নিভারের পর এক সপ্তাহ কাটতে না কাটতেই এবার এই বিধ্বংসী সাইক্লোনের দাপটে রীতিমতো ত্রাস শুরু হয়েছে দক্ষিণের দুই রাজ্যে। আগে থেকেই চেন্নাই , সহ তামিলনাড়ুর বেশ কিছু জায়গায় প্রবল ঝড়ের দাপটে জলমগ্ন রয়েছে একাধিক জায়গা। এমন এক পরিস্থিতিতে সাইক্লোন বুরেভি (Cyclone Burevi) ঘিরে কিছু তথ্য একনজরে।

সাইক্লোন বুরেভি লেটেস্ট আপডেট

সাইক্লোন বুরেভি লেটেস্ট আপডেট

এই মুহূর্তে সাইক্লোন বুকেভি কন্যাকুমারী থেকে ৯৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে। জানা গিয়েছে। শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালির কাছে ডিসেম্বর ২ নাগাদ এই ঝড় আছড়ে পড়তে পারে। যার প্রবল প্রভাব ভারতের দক্ষিণ প্রান্তের রাজ্য়, কেরলও তামিলনাড়ুতে পড়বে।

সাইক্লোন বুরেভির গতি

সাইক্লোন বুরেভির গতি

আপাতত ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ক্রমশ বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমবরাবর এগিয়ে যেতে শুরু করছে সাইক্লোন বুরেভি। এদিন বিকেল থেকে সাইক্লোনের তেজ বাড়বে বলে খবর।

বঙ্গোপসাগরের সাইক্লোনে প্রবল বৃষ্টির আশঙ্কা

বঙ্গোপসাগরের সাইক্লোনে প্রবল বৃষ্টির আশঙ্কা

জানা গিয়েছে বঙ্গোপসাগরে ফুঁসে ওঠা সাইক্লোনে প্রবল বৃষ্টি নামতে পারে ভারতের দক্ষিণ উপকূলের একাধিক রাজ্যে। তামিলনাড়ু ফের বিধ্বস্ত হতে পারে বৃষ্টির জেরে। এছাড়াও কেরল, পুদুচেরি, সহ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ঘিরে উদ্বেগ বাড়ছে।

 ভারতে সাইক্লোনের বিধ্বংসী রূপ কবে থেকে!

ভারতে সাইক্লোনের বিধ্বংসী রূপ কবে থেকে!

জানা গিয়েছে ২ রা ডিসেম্বর সাইক্লোন বুকেভি আছড়ে পড়লেও, তার প্রবাব ৩ তার থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত থাকবে। দক্ষিণ কেরল ও তামিলনাড়ুতে এর জেরে প্রবল বৃষ্টির সম্ভাবনা ৩ ডিসেম্বর। য ৪ ডিসেম্বর সমুদ্রের জলের প্রবল ঢেউয়ের আশঙ্কা রয়েছে।ফলে মৎসজীবীজের জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছে।

এনআরআই ভোটারদের ভোট গ্রহণ পোস্টাল ব্যালটেই, কেন্দ্রের দ্বারস্থ নির্বাচন কমিশন

English summary
Cyclone Burevi brewing in Bay of Bengal as it can bring destructive Rains warns IMD
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X