সাইক্লোন 'বুরেভি'র আশঙ্কায় প্রভাবিত বিমান পরিষেবা, বহু বিমানবন্দর নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ
সাইক্লোন বুরেভির আশঙ্কায় বিপর্যস্ত বিমান পরিষেবা। সাইক্লোন 'নিভার'এর এক সপ্তাহ যেতে না যেতেই ফের একবার সাইক্লোন দক্ষিণের রাজ্যে। এর আগে নিভারের দাপটে দাক্ষিণাত্যে প্রায় ৭০ টি বিমান বাতিল হয়। এবার সাইক্লোন বুরেভির জেরে পরিস্থিতি কেমন, দেখে নেওয়া যাক।

তিরুবনন্তপুরম বিমানবন্দরের পরিস্থিতি
এদিন জানা গিয়েছে, সাইক্লোন বুরেভির জেরে কেরলের তিরুবনন্তপুরম বিমানবন্দর এদিন বন্ধ রয়েছে কিছুক্ষণের জন্য। সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত এদিন বন্ধ থাকছে বিমানবন্দর। একথা জানিয়েছেন এলাকার ডিস্ট্রিক্ট কালেক্টর। ফলে প্রতিটি বিমানের যাত্রীদের সংশ্লিষ্ট বিমানের চলাচল সম্পর্কে খোঁজ নিতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে।

বন্ধ থাকবে তামিলনাড়ুর একাধিক বিমানবন্দর
মাদুরাই, বিমানবন্দরে দুপুর ১২ টা পর্যন্ত বিমান পরিষেবা স্থগিত রাখার নির্দেশ রয়েছে সাইক্লোন বুরেভির জেরে। এছাড়াও তুতিকোরিন বিমানবন্দর ঘিরেও বন্ধ রাখার নির্দেশ এসেছে। যার জেরে একাধিক বিমান বাতিল করার ঘোষণা করা হচ্ছে বিভিন্ন এয়ারলাইন্সের তরফে।

তামিলনাড়ুর ৬ টি জেলায় সতর্কতা
এদিকে সাইক্লোন বুরেভি খানিকটা শক্তি হারিয়ে তামিলনাড়ুতে আছড়ে পড়ার আশঙ্কা থাকলেও, স্থানীয় প্রশাসন এবিষয়ে একাধিক ব্যবস্থা নিয়েছে। তামিলনাড়ুর ৬ টি জেলায় ছুটি ঘোষিত হয়েছে। একাধিক জেলার মানুষকে ঝড়ের তাণ্ডব আশঙ্কা করে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে।

কেরলে ৫ জেলায় ছুটি
এদিকে, কেরলে ৫ জেলায় ছুটি ঘোষিত রয়েছে। আলাপুজা, কোল্লাম, পথনমথিট্টা সহ একাধিক জেলায় ছুটি ঘোষিত রয়েছে আজ। ছুটি ঘোষিত রয়েছে ইদ্দুকিতেও।